জৈন্তাপুর প্রতিনি- জৈন্তাপুরে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে উপজেলা জুড়ে চলছে প্রচার-প্রচারনা। দ্রব্য মূল্য স্থতিশীল রাখতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন হাট-বাজারে লিফলেট বিতরণ করা হচ্ছে।
২৩ মার্চ সোমবার জৈন্তাপুর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও জৈন্তাপুর মডেল থানার যৌথ উদ্যোগে উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দের সহযোগিতায় চলছে করোনা ভাইরাস থেকে নিজেকে রক্ষা পেতে ও অন্যকে এ ভাইরাস থেকে বাঁচাতে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে। উপজেলার প্রতিটি হাট-বাজারে জৈন্তাপুর মডেল থানার পক্ষ থেকে মাইকিং করে হোটেল রেস্তুরা বন্ধ, অপ্রয়োজনে লোকসমাগম না হওয়া এবং অতি জরুরী না হলে ঘর থেকে বের না হওয়ার আহবান জানানো হচ্ছে।জৈন্তাপুর সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট ফারুক আহমদ এর নের্তৃত্বে উপজেলা জুড়ে দ্রব্য মূল্য উর্দ্ধগতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করছেন। জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমদ’র তথ্যাবধানে বাংলাদেশ আওয়ামীলীগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়া লিফলেট জনগনের হাতে হাতে তুলে দিয়ে করোনা ভাইরাস থেকে নিজেকে রক্ষা করতে ও অন্যকে এ ভাইরাস থেকে বাঁচাতে জনসচেতনতামূলক প্রচারনা অব্যাহত রেখেছেন।
জৈন্তাপুর মডেল থানার পক্ষথেকে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনর্চাজ শ্যামল বনিক গাড়ির ড্রাইভার ও পথচারিদের মাক্স পরিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, প্রচার সম্পাদক শাহজাহান কবির খান, দরবস্ত বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তাজুল ইসলাম, আব্দুল রহমান প্রমুখ।