আইন বিচার জৈন্তাপুর

জৈন্তাপুরে গভীর রাতে পুলিশ জনতার সহায়তায় ১২টি ভারতীয় মহিষ আটক

জৈন্তাপুর প্রতিনিধি:: জৈন্তাপুর সীমান্তে গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় ২নং লক্ষীপুর গ্রামের জনতার সহায়তায় ১২ টি ভারতীয় মহিষ আটক করেছে। রোববার (১৩ আগস্ট) গভীর রাতে এসব ভারতীয় মহিষ আটক করা হয়। জানা গেছে, চোরাচালান কাজে জড়িত ব্যবসায়ীরা ভারত থেকে অবৈধ পথে মহিষ গুলো জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী হাওর হয়ে ২নং লক্ষীপুর গ্রামের কৃষকদের রোপনকৃত ধান ক্ষেত্রের মধ্যে দিয়ে নিয়ে আসছিলেস। এসময় অন্ধকার রাতে স্থানীয় এক পথচারী-যুবক কে মহিষ আঘাত করলে এই পথচারী গুরুত্বর আহত হন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় গ্রামের লোকজন রাতে জড় হয়ে জনপ্রতিনিধি সহ গ্রামবাসি মহিষ গুলো আটকের চেষ্টা করেন।গোপন খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওমর ফারুক’র দিক নিদের্শনায় পুলিশের এস আই মুহিবুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স সহ ঘটনাস্থলে ছুটে যান। রাত আনুমানিক ৩টার দিকে ২নং লক্ষীপুর সহ সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এলাকাবাসীর সহযোগিতায় ভারতীয় ১২টি মহিষ আটক করা হয়। ঘটনার সংবাদ পেয়ে রাতে জৈন্তাপুর উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওমর ফারুক মোড়ল ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম ২নং লক্ষীপুর গ্রামে ছুটে যান। এই ঘটনায় পুলিশ বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওমর ফারুক মোড়ল জানান, পুলিশ সুপার মহোদয়ের দিক-নিদের্শনায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পুলিশ,নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। চোরাই পন্য উদ্ধার, চোরাচালান রোধে অপরাধীদের চিহ্নিতকরণ এবং আসামী গ্রেফতারে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ফোর্স তৎপর রয়েছে। তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ব্যবসা বন্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। অপরাধ কাজে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশ প্রশাসন-কে সহযোগিতা করতে তিনি নাগরিকদের প্রতি আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *