জৈন্তাপুর প্রতিনিধি:: সিলেটের জৈন্তাপুর উপজেলার লামনীগ্রাম (উত্তরপাড়) এলাকার এক সবজি চাষির জমি থেকে ৬টি গাঁজার গাছ জব্দ করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। রবিবার (১০ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়ন লামনীগ্রাম (উত্তরপাড়) এলাকার রায়হান আহমদ এর বসতবাড়ির সংলগ্ন তাহার সবজি চাষের জমিতে চাষাবাদকৃত ৬ টি গাঁজার গাছ জব্দ করা হয়। ২ দিন পর মঙ্গলবার (১২ মে) রাত ১২টা ২৫ মিনিটের সময় গাঁজা গাছ রোপন ও পরিচর্যা করার অভিযোগে মফিজ উদ্দিন (৬২) নামের এক জনকে আটক করে পুলিশ। সে উপজেলার লামনীগ্রাম (উত্তরপাড়) এলাকার মৃত আব্দুল হামিদ এর ছেলে।উক্ত ঘটনায় জৈন্তাপুর মডেল থানার মামলা নং-১০, তাং-১২/০৫/২০২০ খ্রিঃ।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক ডেইলি গোয়াইনঘাটকে জানান, রবিবার দুপুরে জানতে পারলাম লামনীগ্রাম (উত্তরপাড়) এলাকার এক সবজি চাষির জমিতে ৬টি গাঁজার গাছ রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহল দল ঐ এলাকায় অভিযান চালিয়ে গাছগুলো জব্দ করে এবং একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মফিজ উদ্দিন কে মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।