ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: জৈন্তাপুর কৃষি গবেষণা (সাইট্রাস) সেন্টারে গোল মরিচের আধুনিক উৎপাদন কলাকৌশল শীর্ষক কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারী শনিবার জৈন্তাপুর উপজেলার সাইট্রাস গবেষণা সেন্টারে মসলা জাতীয় ফসলের গবেষণা জোরদারকরণ শীর্ষক প্রকল্পের অর্থায়নে গোল মরিচের আধুনিক উৎপাদন কলাকৌশল শীর্ষক দিনব্যাপী এই কৃষক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, দেশের কৃষি ব্যবস্থার উন্নয়নে সরকারের সঠিক কর্মকৌশলের ফলে কৃষি সেক্টরে ব্যাপক পরিবর্তন এসেছে। দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি সহ নতুন ফসলের জাত উদ্ভাবন করতে কৃষি বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কৃষি বিজ্ঞানীগনের চেষ্টায় বাংলাদেশ এখন কৃষি ব্যবস্থায় একটি উন্নয়নশীল দেশের স্বপ্ন বাস্তাবায়নে এগিয়ে যাচ্ছে। গোল মরিচ আমরা এখন সাইট্রাস গবেষনা সেন্টারে উৎপাদন করা হচ্ছে। গোল মরিচের আধুনিক উপায়ে উৎপাদন বৃদ্ধি করতে কৃষকদের এগিয়ে আসা উচিত। গোল মরিছ সহ সরকার দেশের কৃষি সেক্টরের উন্নয়নে নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে। বাণিজ্যিক ভাবে গোল মরচি উৎপাদন বাড়াতে কৃষকদের সব রকম সহযোগিতা করা হবে। বিদেশে গোল মরিচের অনেক চাহিদা রয়েছে। জৈন্তাপুর উপজেলার পরিবেশ ও মাটি গোল মরিচ চাষের উপযুক্ত এলাকা। কৃষকগণ সমন্বিত ভাবে গোল মরিচ চাষাবাদ করলে অর্থনৈতিক ভাবে তারা লাভবান হবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কান্দাল ফসল গবেষণা সেন্টার গাজীপুরের পরিচালক ড. এস এম শরিফুজ্জামান। ড. আলমগীর হোসেন। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন জৈন্তাপুর কৃষি সম্প্রসারণ অফিসার সুব্রত দেব নাথ, বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈন্তাপুর সাইট্রাস গবেষনা সেন্টারের প্রধান বৈজ্ঞনিক কর্মকর্তা ড. মো: মসিউর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সাইট্রাস গবেষনা সেন্টারের বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করেন উপজেলা বিভিন্ন এলাকার প্রান্তিক কৃষকগণ ।