জৈন্তাপুর সিলেট

জৈন্তাপুরে চোরাকারবারের গরু-মহিষ ভাগা-ভাগী নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ

জৈন্তাপুর প্রতিনিধি::- সিলেটের জৈন্তাপুরে চোরাকারবার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে৷ সংঘর্ষে উভয় পক্ষের আহত আহত ২০জন, দুই জনের অবস্থা গুরুত্বর, ৬জনকে আটক করেছে পুলিশ ৷ বুধবার (২৫ জানুয়ারী) জৈন্তাপুর উপজেলার বাইরাখেল সীমান্ত দিয়ে ভারতীয় গরু-মহিষ এবং ছাগল বাংলাদেশে নিয়ে আসা জন্য ভাগাভাগীকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে নয় টায় চোরাচালান সিন্ডিকেট চক্রের দুই গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে ৷সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০জন আহত হয়েছেন মর্মে এলাকাবাসী নিশ্চিত করে ৷ তবে আহতদের মধ্যে ৮জনকে স্থানীয় জনতা ঘটনাস্থল হতে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে৷ তারা হলেন নিজপাট ইউনিয়নের বাইরাখেল গ্রামের ইদ্রিস আলীর ছেলে কয়েছ আহমদ (২০) মৃত ইউসুফ আলীর ছেলে সিকন্দর আলী (৫০) ও আলাই মিয়া (৩৫), আব্দুল খলিলের ছেলে সুহেল আহমদ (৪০), হারিছ উদ্দিন (৪২), দেলোয়ার হোসেন (২০), এখলাস উদ্দিন (৪১) ফখরুল ইসলাম (৩৮)৷ তাদের মধ্যে গুরুত্বর আহত কয়েছ আহমদ (২০) ও ফখরুল ইসলাম (৩৮) কে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ৷ এদিকে ঘটনার সংবাদ পেয়ে থানা পুলিশ জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে উভয় পক্ষের ৬জনকে আটক করে থানায় নিয়ে এসেছে ৷জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন বাইরাখেল এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিত নিয়ন্ত্রনে আনে৷ এদিকে সংঘর্ষের ঘটনায় ৬জনকে আটক করা হয়েছে ৷ তবে কি কারনে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি৷ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *