রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর সিলেট প্রতিনিধি :: জৈন্তাপুর উমর আলী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কর্তৃক ২০১৯ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়।
৩ জানুয়ারী শুক্রবার সকাল ১১টায় অস্থায়ী ক্যাম্পাস সংবর্ধনা অনুষ্ঠানে সিলেট জেলা বিএনপি‘র সাবেক আহবায়ক এডভোকেট এম নূরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট সরকারী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো: ছাইদুর রহমান।
এসময় বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, দরবস্ত ইউপির চেয়ারম্যান বাহারুল আলম বাহার, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এনায়েত উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ। এছাড়া উপস্থিত ছিলেন উমর আলী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ‘র শিক্ষক শামীম আহমদ, আলিম উদ্দিন, আরিফ হোসেন, ফয়েজ আহমদ ও মিছবাহ উদ্দিন, মনির উদ্দিন, রায়হান আহমদ, ফারুক আহমদ,সোলেমান তানভীর, নূরুল হক, শাহীন মিয়া, আফজল হোসেন ও মামুনুর রশিদ মামুন।
বক্তারা বলেন, প্রযুক্তির বাংলাদেশ গঠনে টেকনিক্যাল বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে, দেশের প্রত্যান্ত অঞ্চল হতে দক্ষ জনশক্তি তৈরী করা সময়ের দাবী। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির যুগে নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের প্রতিযোগিতায় ঠিকে থাকতে হলে কারিগরী শিক্ষার বিকল্প নেই। শেখ হাসিনা সরকার বাংলাদেশের প্রতিটি উপজেলায় কারিগরী শিক্ষা বিস্তারে উপর গুরুত্ব দিয়েছে। সরকারের পাশাপাশি অঞ্চল ভিত্তিক উন্নয়নে কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়োজন। জৈন্তাপুরকে কারিগরী শিক্ষার উন্নয়নে এগিয়ে নিতে উমর আলী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এঅঞ্চলে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছি।