জৈন্তাপুর প্রচ্ছদ

জৈন্তাপুরে ত্রাণ তহবিলে আব্দুল্লাহ ওয়েল ফেয়ার ট্রাস্টের নগদ অর্থ প্রদান

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: জৈন্তাপুর উপজেলার সেন গ্রামের আব্দুল্লাহ ওয়েল ফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে হতদরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ বিতরণের জন্য জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ এর ত্রাণ তহবিলে বিশ হাজার টাকা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার ত্রাণ তহবিলে বিশ হাজার টাকা প্রদান করা হয়েছে। মঙ্গলবার আব্দুল্লাহ ওয়েল ফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান সাবেক স্বাস্থ্য পরিদর্শক আলহাজ্ব আব্দুল্লাহর পক্ষে এই অর্থ প্রদান করেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার বেলাল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু, উপজেলা আওয়ামী লীগের সদস্য সায়েম আহমদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, জৈন্তাপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক শাহজাহান কবির খান। ত্রাণ তহবিলে অর্থ গ্রহণ কালে উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ আব্দুল্লাহ ওয়েল ফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান ও ট্রাস্টিদের ধন্যবাদ জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন বলেন সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান লোকজন এগিয়ে আসলে আমরা সকল দুর্যোগ মোকাবেলা করতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *