নিজস্ব প্রতিবেদক:: কোন কিছু না বলে বাড়ি হইতে বেরিয়ে যাওয়া জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের গোলাম কিবরিয়া (১৩) খোঁজ মিলেছে। সে নিখোঁজের ৫ দিন পর বুধবার (১২ ফেব্রুয়ারী) গোলাম কিবরীয়ার ব্যবহৃত মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে বিকাল তিনটার দিকে সিলেট রেল স্টেশন এলাকায় ঘোরাঘুরির সময় তাকে পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ওসি শ্যামল বনিক বলেন, গত ২/৩ মাস যাবৎ শিশু গোলাম কিবরীয়া মাদ্রাসায় যাচ্ছিল না। তাই তার মা তার উপর ক্ষিপ্ত হয়ে দমক দেন এবং ভাত খেতে না দেওয়ায় মনের অভিমানে বাড়ী হতে বাহির হইয়া সিলেট শহরে চলে যায়। এতদিন সে সিলেট রেলওয়ে স্টেশনে রাত্রীযাপন করে।
তিনি বলেন, এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় (০৭ ফেব্রুয়ারী) শুক্রবার শিশুটি নিখোঁজ মর্মে সাধারন ডায়েরী লিপিবদ্ধ করে তাদের পরিবার। পুলিশ গোলাম কিবরীয়া নিখোঁজ হওয়ার সময় সাথে থাকা ব্যবহৃত মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে খোঁজ পেথে সক্ষম হই। গোলাম কিবরীয় কে তাহার মা মোছাঃ আছমা বেগমের নিকট জিম্মায় প্রদান করা হইয়াছে।