গোয়াইনঘাট প্রচ্ছদ

জৈন্তাপুরে প্রসাশন ও থানার উদ্যোগে হোম কোয়ারেন্টাইনে থাকা, দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

জৈন্তাপুর প্রতিনিধি:: জৈন্তাপুর উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য উপজেলা ঝুড়ে লকডাউন ঘোষনা করার পর থেকে হোম কোয়ারেন্টাইনে থাকা গরীব অসহায় ও সমাজের সুবিধা বঞ্চিত দিন মজুরও বেদে সম্প্রদায়ের মধ্যে উপজেলা প্রসাশন ও জৈন্তাপুর মডেল থানার উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

৩১শে মার্চ মঙ্গলবার বিকাল ৪ টায় জৈন্তাপুর মডেল থানায় অসহায় হতদারিদ্রদের মধ্যে বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিল ও জৈন্তাপুর মডেল থানার পুলিশের ব্যক্তিগত তহবিল থেকে এসব খাদ্য সহায়তা বিতরণ করেন সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন (পিপিএম)।

অপর দিকে বিকেল ৫টায় দরবস্ত ইউনিয়নের পূর্ব লক্ষীপ্রসাদ গ্রামে অস্থায়ী ভাবে খোলা আকাশের নিচে বসবাসকারী বেদে সম্প্রদায়ের পরিবারের নিকট উপজেলা প্রসাশনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীন খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময়  উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফারুক হোসেন , জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালাউদ্দিন, ওসি তদন্ত ওমর ফারুক প্রমূখ।

অপর দিকে করোনা ভাইরাস জীবানু থেকে রক্ষা পেতে নিজপাট ইউনিয়নের বিভিন্ন মসজিদ ও বাজার এলাকায় কীটনাশক স্প্রে করা হয় বাতায়ন মেডিকেল গ্রুপের পক্ষ থেকে এবং নিজপাট ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবুল হাসিমের পক্ষ থেকে।

জৈন্তাপুর মডেল থানায় সহায়তা বিতরণ কালে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, করোনা ভাইরাস থেকে মুক্ত এবং নিরাপদ থাকার জন্য সরকারী আইন মেনে চলা উচিত। সরকার দেশের মানুষের নিরাপত্তার জন্য সাময়িক ভাবে ঘরে থাকার জন্য অনুরোধ জানিয়েছে। আমরা চেষ্টা করছি জনগন কে সহযোগিতা করতে,সরকারের পাশাপাশি সামাজিক নেতৃবৃন্দ -কে এগিয়ে আসা প্রয়োজন। তিনি অসহায় জনগনের পাশে দাড়িয়ে সহযোগিতার হাত প্রসারিত করতে সুশিল সমাজের লোকদের এগিয়ে আসার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *