ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: সারা দেশের ন্যায় সিলেটের জৈন্তাপুরে ও যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল ৫টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনের সম্মুখে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন ও ক্ষণগণনা যন্ত্রের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ ও উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভিন ।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভিন এর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলাউদ্দি, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম, ফয়েজ আহমদ বাবর, শাহেদ আহমদ,সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ,দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু, সহ দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদ, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুল প্রমূখ।