জৈন্তাপুর প্রচ্ছদ

জৈন্তাপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮টি পাখি অবমুক্ত ৫ হাজার টাকা জরিমানা, পাখির মাংস বিনষ্ট

রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর সিলেট প্রতিনিধি-: প্রাকৃতিক সৌন্দর্য্যরে অপরূপ পর্যটন উপজেলা জৈন্তাপুরে গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্যাট মোবাইল কোর্ট পরিচালনা করে ৮টি বকপাখি অবমুক্ত করেন এবং সেই সাথে পাখির মাংস রান্না করে বিক্রয়ের দায়ে ১ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।বুধবার ১৬ সেপ্টেম্বর বিকাল ৪টায় গোপন সংবাদের জৈন্তাপুর উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও নির্বাহী অফিসার নাহিদা পারভীন, নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও সহকারি কমিশনার ভূমি মোঃ ফারুক আহমদ এর নেতৃত্বে উপজেলার হরিপুর বাজারে অভিযান পরিচালনা করে ৮টি কানা বক পাখি আটক করেন। এছাড়া একই সময়ে ভাই ভাই রেষ্টুরেন্টে অভিযান পরিচালনা করে রান্না করা পাখির মাংস উদ্ধার করেন। অভিযান পরিচালনা শেষে নির্বাহী ম্যাজিষ্ট্যাট বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৮ ধারায় একজন আসামীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়, আটককৃত রান্না করা পাখির মাংস সমুহ সকলের সম্মুখে বিনষ্ট করে দেওয়া হয়। অপরদিকে উদ্ধার হওয়া ৮টি কানাবক পাখি গুলো মুক্ত আকাশে অবমুক্ত করে দেন।এবিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্যাট নাহিদা পারভীন ও ফারুক আহমদ প্রতিবেদকে জানান, আমরা উপজেলা আকষ্মীক অভিযান পরিচালনা করে ৮টি পাখি, রান্না করা পাখির মাংস উদ্ধার করি। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ব্যবস্থা গ্রহণ করি। এছাড়া তারা আরও জানান উপজেলার সব কয়েকটি বাজারে আকষ্মীক ভাবে নিয়মিত অভিযান পরিচালনা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *