নিজস্ব প্রতিবেদক :: জৈন্তাপুর এ রামপ্রসাদ স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের রামপ্রসাদ স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে শনিবার সকাল ১১টায় রামপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এলাকার পিইসি ও জেএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
রামপ্রসাদ স্টুডেন্ট এসোসিয়েশন এর সভাপতি এমদাদুল হক এর সভাপতিত্বে ও সিদ্দিকুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি উপাধ্যক্ষ শাহেদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক শিক্ষক দূর্যধন বিশ্বাস,সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ব্রজেন্দ্র বিশ্বাস, রামপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আখলাক চৌধুরী,প্রধান শিক্ষক শামীমারা বেগম,জৈন্তাপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, কে.এম. খলিলুর রহমান জীবন, মাহবুবুর রহমান সবুজ। বক্তব্য রাখেন রামপ্রসাদ স্টুডেন্ট এসোসিয়েশনের অন্যতম সদস্য বুরহান উদ্দিন ,আব্দুল মুকিত,আব্দুল মুহিত প্রমূ।