জৈন্তাপুর প্রতিনিধিঃ সিলেট জৈন্তাপুর উপজেলার সিলেট তামাবিল মহাসড়কের চাঙ্গিল এলাকায় টমটম ও মোটর সাইকেল’ সংঘর্ষে নিহত ১ এবং আহত ৩ জন। এলাকাবাসী সূত্রে জানা যায়, ২২ জুন সোমবার বিকাল ৫টার সময় জৈন্তাপুর উপজেলার চাঙ্গিল এলাকায় সিলেট তামাবিল মহাসড়কে প্রথমে ট্রাক অটোরিক্সা টমটমকে চাপা দিলে বিপরীত থেকে আসা মোটর সাইকেল অটোরিক্সা’র ত্রি মুখী সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক সেলিম আহমদ (২৮) কে মৃত ঘোষনা করেন। সে গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী গ্রামের মুজিবুর রহমান’র ছেলে।
আহতরা হলো উপজেলার শ্রীপুর মোকামবাড়ী গ্রামের অরকুমার নাথ এর ছেলে লিটন নাথ (৩০), আমিনুল হক এর ছেলে আল আমিন(১৫) এবং অবনি নাথ এর ছেলে লিগেল নাথ (৩১। আহতদের অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানি মেডিকেল কলেজে প্রেরণ করে।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানা’র অফিসার ইনচার্জ শ্যামল বনিক ঘটনার সত্যতা নিশ্চিত করে ডেইলি গোয়াইনঘাটকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স প্রেরণ করেছি এবং স্থানীয়দদের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। তিনি আরোও বলেন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এ দূর্ঘটনায় আরো ৩ জন আহত হয়েছে।