ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ এর ভাষণ উপলক্ষে জৈন্তাপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার সকাল ১১টায় উপজেলা প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক ৭ মার্চের ভাষঅণের তাৎপর্য এবং দেশের উন্নয়ন অগ্রগতি’ বিষয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত দেবনাথ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি ফারুক আহমদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমিনুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমদ,সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, সদস্য মো. ইয়াহিয়া, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুল, মুক্তি যোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান জীবন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুবলীগের সদস্য সাইফুল ইসলামকে বাবু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন।সভা শেষে বঙ্গবন্ধুর ভাষণ পাঠ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।