জৈন্তাপুর প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি জৈন্তাপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে । ২রা জানুয়ারি বৃস্পতিবার সকাল ১১টায় কাউন্সিলে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। উপজেলা পরিষদের মিলনায়তনে ৬টি ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম গনের উপস্থিতিতে নির্বাচন কালীন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জালাল উদ্দিন ভূইয়া।
সকল কাউন্সিলারের মতামতের ভিত্তিত্বে উপজেলা সভাপতি হিসেবে নির্বাচিত হন জৈন্তাপুর বাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল কালাম আজাদ, সহ সভাপতি মাওলানা আনোয়ারুল আম্বিয়া, মাওলানা আব্দুল জলিল, মাওলানা আলিম উদ্দিন, সাধারণ সম্পাদক হাফিজ শামসুজ্জামান সহ সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা নজির আহমদ সহ সাংগঠনিক মাওলানা হারিছ উদ্দিন, অর্থ সম্পাদক মাওলানা আব্দুল আহাদ , দপ্তর সম্পাদক মাওলানা মঈন উদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা রফিক আহমদ, শিক্ষা ও সাহিত্য মাওলানা আব্দুল করিম, সহ মাওলানা ফয়জুল সহ ১৩ সদস্য উপজেলা কমিটি ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইমাম সমিতির সহ সাধারন সম্পাদক মাওলানা সিহাব উদ্দিন , ও সাবেক জৈন্তাপুর উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফিজ শামছুল আলম।