জৈন্তাপুর প্রচ্ছদ

জৈন্তাপুর প্রেসক্লাবের পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে লিফলেট বিতরণ

জৈন্তাপুর প্রতিনিধি ::– করোনা ভাইরাস প্রতিরোধে নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন করুন, ’যা যা করবেন এবং যা যা করবেন না’ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট বিতরণ করেন জৈন্তাপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

২৪ মার্চ মঙ্গলবার বিকাল ৩টা থেকে উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চাঙ্গীল, রাংপানি, ৪নং বাংলা বাজার, আসামপাড়া, আদর্শগ্রাম ১নং নিজপাট ইউনিয়নরে ডিবির হাওর, ঘিলাতৈল, ফুলবাড়ী, খলারবন্দ সহ বিভিন্ন এলাকায় জনসাধারণের মাঝে ব্যাপক সচেতনতা অবলম্বনের জন্য লিফলেট বিতরণ করেন জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাজাহান কবীর খান, সদস্য আবুল হোসেন মোঃ হানিফ ও রেজওয়ান করিম সাব্বির।
এদিকে শহরের পাশাপাশি গ্রাম অঞ্চলের মানুষকে করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য মাইকিং করে সচেতন থাকার আহবান জানিয়ে জৈন্তাপুর মিনি ষ্টোন ত্রুাশার মিল মালিক সমিতির পক্ষ থেকে উপজেলার প্রত্যন্ত এলাকায় প্রচার চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *