জৈন্তাপুর

জৈন্তাপুরে পুলিশের অভিযানে ডাকাত সহ আটক ২ অপহৃত নারী উদ্ধার

রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর থেকে::     জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ২ জন আসামী গ্রেফতার এবং টাকা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে যানাযায়, জৈন্তাপুর মডেল থানা পুলিশের এস.আই আজিজুর রহমান সঙ্গীয় ফৌস নিয়ে কানাইঘাট থানা পুলিশের সহায়তায় দক্ষিণ সুরমা এলাকায় মমিনখলা গ্রামে অভিযান পরিচালনা করে কানাইঘাট উপজেলার নিজ চাউরা দক্ষিণ বিষ্ণুপুর গ্রামের আব্দুল হকের ছেলে রশিদ মিয়া উরফে রশিদ আহমদ (৩০) কে আটক করা হয়। সে জৈন্তাপুর মডেল থানার মামলা নং-৩, এর তালিকা ভূক্ত পলাতক আসামী এবং কানাইঘাট থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।তার নিকট হতে পুলিশ ৪০ হাজার টাকা উদ্ধার করে।

অপরদিকে এস.আই আজিজুর রহমানের নেতৃত্বে জৈন্তাপুর উপজেলা নয়াখেল পূর্ব বালিদাঁড়া গ্রামের হেলাল মিয়ার বসত বাড়ী হইতে অভিযান পরিচালনা করে জৈন্তাপুর মডেল থানার মামলা নং ৯ এর এজাহার নামীয় আসামী একই গ্রামের সিরাজুল হকের ছেলে আব্দুল্লাহ (৩৫) কে আটক করা হয়। এছাড়া জৈন্তাপুর উপজেলার কেন্দ্রী মৌজার ৮ম শ্রেনী পড়ুয়া ছাত্রীকে অপহরনের ঘটনায় দায়েরকৃত মামলার উপজেলার শ্রীখেল এলাকা হইতে ভিটটিমকে উদ্ধার করে পুলিশ।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল কনিক বলেন- থানা পুলিশের টিম জৈন্তাপুর অপরাধ নিয়ন্ত্রন করতে নিয়মিত অভিযান পূর্বক উল্লেখিত আমাসীদের গ্রেফতার করা হয় এবং অপহৃত নারী ও টাকা উদ্ধার আদালতে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *