জৈন্তাপুর প্রতিনিধিঃঃ জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের শার্ধশতবর্ষ উদযাপন অনুষ্ঠান ১৮-১৯ জানুয়ারী শনিবার ও রোববার দুই দিন ব্যাপী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। গতকাল ১৬ জুনায়ারী বৃহস্পতিবার রাতে জৈন্তাপুর প্রেসক্লাবে জৈন্তাপুর উপজেলায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় অনুষ্ঠান আয়োজক কমিটির নেতৃবৃন্দ এই সব তথ্য জানান। মতবিনিময় সভায় আয়োজক কমিটির সদস্য সচিব শার্ধশতবর্ষ অনুষ্ঠান সফল করতে সাংবাদিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
দুই দিন ব্যাপী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড.নাসরিন আহমদ, জৈন্তাপুর-গোয়াইনঘাট আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মজিদুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নিবার্হী অফিসার নাহিদা পারভীন,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিরাজ উদ্দিন আহমদ, সিলেট গ্যাস ফিল্ডস লি:এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আলী ইকবাল মো: নুরল্লাহ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার মো: বদরুল ইসলাম শোয়েব, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যোন আলহাজ্ব জয়নাল আবেদীন, জেলা শিক্ষা অফিসার অনিল কৃষ্ণ মজুমদার, সিলেট গ্যাস ফিল্ডস লি:-এর মহা-ব্যবস্থাপক (প্রশাসন) শওকত আলম কাদরী, জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) শ্যামল বনিক। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সভাপতি দেলওায়ার আহমদ মাসুক,সদস্য সচিব হেলাল আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শাহেদ আহমদ, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল,আয়োজক কমিটির নেতৃবৃন্দের মধ্যে আমিরুল আলম,হাসিনুল হক হুসনু,অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, আমিনুল ইসলাম সোহেল, ইউপি সদস্য হুমায়ুন কবির খান, সাব্বির আহমদ, হোসেন আহমদ, মুক্তাদির হোসেন, জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হালিম, অর্থ সম্পাদক মীর মো: শোয়েব আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান কবির খান,সাংবাদিক নাজমুল ইসলাম ,রুহেল আহমদ, শোয়েব উদ্দিন প্রমূখ। আয়োজক কমিটির সদস্য সচিব হেলাল আহমদ জানিয়েছেন, দুইদিন ব্যাপী অনুষ্ঠান উদযাপিত হবে। তিনি জানান, ১৮ জানুয়ারী সকাল ১০টায় জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে অনুষ্ঠান শুরু হবে। প্রাক্তন ছাত্র/ছাত্রীর অংশ গ্রহনে র্যালী,স্মৃতি চারণ, স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন, শিক্ষা বিষয়ক সেমিনার , ১ম ও ২য় দিনে স্থানীয় এবং ঢাকার শিল্পীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। অনুষ্ঠান উপলক্ষে একটি স্মারক স্তম্ভ নির্মাণ করা হয়েছে।
ইতোমধ্যে শার্ধশতবর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা সদরের বিভিন্ন রাস্তাঘাট পরিস্কার পরিচ্ছন্নতা এবং উপজেলা সদর জুড়ে বর্ণিল আলোক স্বজ্জা ও সৌন্দয্য বর্ধন কাজ সম্পন্ন করা হয়েছে। মঞ্চ নিমার্ণ সহ বিদ্যালয়ের আঙ্গিনা ও দেওয়ালে আলপনা অক্ষন করা হচ্ছে। এই যাবৎকালে জৈন্তাপুর উপজেলায়, জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র/ছাত্রীদের উদ্যোগে বাস্তবায়িত শার্ধশতবর্ষ‘র বর্ণিল অনুষ্ঠান জৈন্তাপুর বাসি উপভোগ করবেন বলে অনেকেই প্রত্যাশা করছেন।