গোয়াইনঘাট জাতীয় প্রচ্ছদ

টাকার অভাবে দেশে আসছে না প্রবাসী কামালের লাশ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সহযোগীতা চায় পরিবার

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: অর্থাভাবে সৌদি আরবে জিজান প্রদেশে পড়ে আছে গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেপুর ইউনিয়নের এক প্রবাসীর লাশ। থামছেনা পরিবার পরিজনসহ অনাত শিশুদের কান্না..! সৌদি আরবের জিজান প্রদেশের শামতা একটি সরকারি হাসপাতালে বেওয়ারিশ ভাবে পড়ে থাকা লাশের খবরে পরিবারের মাঝে শোকের ছাঁয়া নেমে এসেছে।

পরিবারের আর্থিক সঙ্কটের কারণে লাশটি বাংলাদেশে আনা নিয়ে সংশয় দেখা দিয়েছে। প্রবাসীর অসহায় পরিবার লাশটি দেশে ফেরত আনতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী  ইমরান আহমদ’র সর্বাত্মক সহযোগিতা কামনা করছেন তার পরিবার।

সৌদি আরবের জিজান প্রদেশের শামতা এলাকায় কামাল উদ্দিন  (৪৫) নামে এক প্রবাসী যুবক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। গত শনিবার ২২ ফেব্রুয়ারী বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সৌদি আরবে শামতা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন।কামাল উদ্দিনের বাড়ী সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেপুর ইউনিয়নের দেওয়ানের গাওঁ গ্রামের বেলাল মুন্সির ছোট ভাই প্রবাসী কামাল উদ্দিন।ব্যক্তিগত জীবনে তার ১ স্ত্রী ও ১ কন্যা ২ ছেলে সন্তান রয়েছে। প্রবাসী কামাল উদ্দিনের পরিবার।

সুত্রে জানায়ায়। একমাস পর দেশে আশার কথা ছিলো মৃত্যু কামাল উদ্দিন। কয়েক বছর আগে ছুটি কাটিয়ে সৌদি আরবে ফিরেন।শনিবার হঠাৎ বুকে ব্যাথা উঠলে স্থানীয় প্রবাসীরা তাকে শামতা হাসপাতালে নিয়ে গেলে তাৎক্ষণিক ভাবে কামালকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত প্রবাসী কামাল উদ্দিনের পরিবার আরো জানায়, কামাল উদ্দিন প্রায় ১৯ বছর ধরে সৌদি আরবের জিজান প্রদেশের শামতা এলাকায় একটি কোম্পানিতে ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন।

প্রবাসী কামালের লাশ বর্তমানে সৌদি আরবের জিজান প্রদেশের শামতা সরকারি হাসপাতালে রয়েছে।এ খবর কামালের গ্রামের বাড়িতে ছড়িয়ে পড়লে শুরু হয় কান্নার রোল। এলাকায় ছড়িয়ে পড়ে শোকের মাতম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *