ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৯নং ডৌবাড়ী ইউনিয়নে ইমাম মুয়াজ্জিনদের নিয়ে ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতি গঠন করা হয়েছে। ২৩শে ডিসেম্বর সন্ধা ৭.০০ঘটিকায় ড়ৌবাড়ী বাজার (উত্তর) মসজিদে মাওঃ ছইফুল্লাহ র সভাপতিত্বে ইউনিয়নের প্রায় ৬৪টি মসজিদের ইমাম মুয়াজ্জিনদের নিয়ে ১বছর মেয়াদী কমিটি ঘোষনা করা হয়েছে। এতে উপদেষ্টা মাও. ছইফুল্লাহ ইমাম হাকুর বাজার জামে মসজিদ, মাওঃ আব্দুর রশীদ ইমাম যাত্রাভা মসজিদ, হা. মাও.আব্দুল আজিজ ইমাম দাতারী জামে মসজিদ, মাও.কামাল উদ্দিন ইমাম নিহাইন জামে মসজিদ।
সভাপতি হিসেবে মাও.শিহাব উদ্দীন ইমাম রহা জামে মসজিদ, সিনিয়র সহ- সভাপতি- হাফিজ তাহির আলী ইমাম লংপুর কেন্দ্রীয় জামে মসজিদ, মাও. আজির উদ্দিন ইমাম নগর ডেংরী জামে মসজিদ, সাধারন সম্পাদক- মাওঃ মুশাহিদ আলী, সহ সাধারন সম্পাদক- হাফিজ মোঃ আতাউল্লাহ ইমাম কন্দিগ্রাম জামে মসজিদ,
সাংঘঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াস আলী ইমাম ঘোষগ্রাম জামে মসজিদ,
সহ-সাংগঠনিক মাওলানা জিয়া উদ্দিন ইমাম বলেশ্বর জামে মসজিদ, মাওলানা আতিউল্লাহ ইমাম লাউর কুনী জামে মসজিদ, অর্থ সম্পাদক মাওলানা বদরুল আমীন ইমাম ডৌবাড়ী জামে মসজিদ, প্রচার সম্পাদক মাওলানা কয়েস আহমদ ইমাম লংপুর পশ্চিম জামে মসজিদ, মাওলানা শিহাব উদ্দিন ইমাম হাতির কান্দী জামে মসজিদ,হাফিজ আমিনুল ইসলাম ইমাম কেন্ডাপার জামে মসজিদ,দফতর সম্পাদক মাওলানা শামসুদ্দিন ইমাম কামাইদ জামে মসজিদ, মাওলানা মুসলিম উদ্দিন ইমাম হাকুর পার জামে মসজিদ।
সদস্য.. মাওলানা সুলতান আহমদ, কাশেম আলী, নিয়ামত উল্লাহ, এনাম আহমদ,ইয়াসিন আহমদ, নুরুজ্জামান, নিজাম উদ্দিন প্রমুখ।