জৈন্তাপুর প্রচ্ছদ

তাফসীর মাহফিলে ২০ জানুয়ারি আসছেন ডঃ মিজানুর রহমান আজহারী

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিসরে কোরআন,বিশিষ্ট আলেমেদ্বীন ড.মিজানুর রহমান আজহারী সিলেটের জৈন্তাপুরে আসছেন। ২০ জানুয়ারী উপজেলার ৪নং দরবস্ত ইউনিয়নের হাজারী সেনগ্রাম মাঠে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করবেন তিনি।

দেশ বরেণ্য এই আলেমের আগমণ ও তাফসীরুল কোরআন মাহফিলকে কেন্দ্র করে গোটা উত্তর সিলেট জুড়ে ঘরে ঘরে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ্ উদ্দীপনা দেখা দিয়েছে। তার সুললিত কন্ঠে পবিত্র কোরআন পাঠ ও তর্জমা শুনতে অধির আগ্রহ ভরে অপেক্ষা করছেন বৃহত্তর জৈন্তিয়া জনপদের মানুষজন। জৈন্তাপুরে ড.মিজানুর রহমান আজহারীর পূর্ব নির্ধারিত এই তাফসীরুল কোরআন মহা সম্মেলন সফলে এলাকাবাসীর উদ্যোগে মাইকিং, পোষ্টার, তুরণ নির্মাণসহ সব ধরনের প্রচার কাজ চলছে।

সম্মেলনস্থলে বিশাল মাঠ জুড়ে প্যান্ডেল,সামিয়ানা টানানো, মুসল্লিদের অযুর পানির ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। আমন্ত্রিত আলেম উলামা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গসহ অতিথিদের বসার জন্য চলছে একটি দৃষ্টিনন্দক মঞ্চ তৈরির কাজও। আয়োজক এলাকাবাসীরা জানান,দেশ বরেণ্য প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা ড.মিজানুর রহমান আজহারীকে বরণ করতে আমরা জৈন্তাপুরবাসী অধির আগ্রহে অপেক্ষা করছি। তার আগমণ ও তাফসীরুল কোরআন মাহফিল সফলভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এ ব্যাপারে কথা হলে,জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ জানান,দেশের প্রখ্যাত আলেম ড.মিজানুর রহমান আজহারীর জৈন্তাপুর উপজেলার দরবস্ত সেনগ্রামের তাফসীরুল কোরআন মহা সম্মেলনকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ্ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। জৈন্তাপুরসহ একই দিনে তার সিলেটের অন্যান্য স্থানেও একাধিক প্রোগ্রাম রয়েছে। আশা করা যায় সকল জঠিলতার অবসানের পর জৈন্তাপুরবাসীর মাঝে পবিত্র কোরআনের অনুষ্ঠান তাফসীরুল কোরআন মাহফিলে ড.মিজানুর রহমান আজহারী উপস্থিত হবেন।

এ ব্যাপারে জৈন্তাপুরের উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীন ডেইলি গোয়াইনঘাটকে জানান, আমি লোক মুখে শুনেছি ড.মিজানুর রহমান আজহারী সিলেটের জৈন্তাপুরে আগমনে উপজেলায় বিভিন্ন স্থানে তার একাধিক প্রোগ্রাম রয়েছে। এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসক সহ উর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবেন। তবে প্রশাসনিক নির্দেশ পেলে কোন বিশৃংখলা মাহফিলকে সম্পন্ন করতে সর্বাত্তক সহোযোগিতা করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *