জাতীয় হোম

তামাবিল স্থলবন্দর সংলগ্ন নলজুরি এলাকা থেকে শিশুসহ দুই নাইজেরিয়ান আটক

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ- সিলেটের জাফলং তামাবিল সীমান্তে এক শিশুসহ দুই নাইজেরিয়ানকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে তামাবিল স্থলবন্দর সংলগ্ন নলজুরি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, পল এবেদো ওচেকুকু (২৭) এবং ইমানুল নাম্মী ওহাগওয়াম (৪২) এবং তার পাঁচ বছর বয়সী মেয়ে ফেভার ওসিনাচি ওহাগওয়াম। তবে, শিশুটির পাসপোর্টে জাতীয়তা নাইজেরিয়ান উল্লেখ থাকলেও ঠিকানা হিসেবে উল্লেখ রয়েছে নয়াদিল্লি।গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গোয়েন্দা সংস্থার একটি দল বৃহস্পতিবার ভোরে তামাবিল সীমান্তের নলজুরি এলাকা থেকে শিশুসহ ঐ তিন জনকে আটক করে। দুপুরে তাদের গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্থান্থর করা হয়েছে। তাদের তিনজনের পাসপোর্ট এবং ভিসা যাচাই বাছাই করা হচ্ছে। তারা বৈধ পথে এসেছে নাকি অবৈধ পথে প্রবেশ করছে সেসব বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। যাচাই বাছাই শেষে সঠিক তথ্যের ভিত্তিতে তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *