গোয়াইনঘাট প্রতিনিধি:: তামাবিল চুনাপাথর, পাথর ও কয়লা আমদানীকারক গ্রুপের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মত বিনিময় সভা করেছেন। গতকাল সোমবার বিকেলে স্থলবন্দর ব্যবসায়ী সংগঠনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন তামাবিল চুনাপাথর, পাথর ও কয়লা আমদানীকারক গ্রুপের সিনিয়র সহ- সভাপতি মনিরুজ্জামান মিন্টু।
সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন লিপুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট সার্কেলে জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার নজরুল ইসলাম, গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল আহাদ, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, তামাবিল স্থল বন্দর ব্যবসায়ী সংগঠনের সহ-সভাপতি জালাল উদ্দদিন, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন ছেদু, সদস্য ফারুক আহমেদ, জামাল উদ্দিন, নাসির খাঁন প্রমুখ।