প্রচ্ছদ বিনোদন

তাহসান- সুস্মিতা’ স্মৃতির ফানুস

ডি,জি,ডি:: তাহসানের বেশিরভাগ গানই একক। এবার সংগীতশিল্পী সুস্মিতা আনিসকে সঙ্গে নিয়ে আসছেন একটি ডুয়েট। ‘স্মৃতির ফানুস’ গানটি নিয়ে এরই মধ্যে দর্শক-শ্রোতাদের মধ্যে আলোচনা চলছে। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে গানটি ভক্তদের উপহার দিতে যাচ্ছেন দুই জনপ্রিয় সংগীতশিল্পী সুস্মিতা আনিস ও তাহসান। রোমান্টিক সফট মেলোডি ঘরানার গানটির কথা লিখেছেন শিল্পী তাহসান খান ও লিমন।

টিউন অ্যান্ড ট্র্যাকস স্টুডিওতে সম্প্রতি রেকর্ড হয়েছে গানটি। নিউ মিউজিক প্যারাডাইম কোম্পানি থেকে প্রকাশ হতে যাওয়া গানটির সুর ও কম্পোজিশন করেছেন তাহসান খান এবং মিউজিকে রয়েছেন মেনন। গানটির ভিডিওতে দুই কণ্ঠশিল্পীর পাশাপাশি দেখা যাবে তানজিন তিশা ও ইরফান সাজ্জাদকে।

আগামী ৮ ফেব্রুয়ারি সুস্মিতা আনিসের ইউটিউব চ্যানেল এবং অন্যান্য সব ডিজিটাল প্লাটফর্মে মিউজিক ভিডিওটি প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *