ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: তিন লক্ষ জনগোষ্ঠীর অধ্যুাষিত সিলেটের গোয়াইনঘাট উপজেলাবাসীকে ৩য় দফায় বন্যার তান্ডবে জীবণমান তছনছ করে দিয়েছে। সেই সাথে বানের জলে কৃষকের চারাবীজ ও রূপায়িত ধান রয়েছে পানির নিচে। গত কয়েক দিনের অবিরাম ভারীবর্ষনের কারণে ফের বন্যা দেখা দিয়েছে। গোয়াইনঘাটে এ নিয়ে ৩য় বারের মত অাঘাত হানল সর্বগ্রাসী বন্যা। এতে কৃষক কূলের মেরুদন্ড সম্পূর্ণ ভেঙ্গে দিয়েছে পাহাড়ি ঢল অপর দিকে হাজার হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছেন।এদিকে গতকাল (৯জুলাই বৃহস্পতিবার দিবাগত রাতে) পিয়াইন নদীতে আকস্মিক ভারী বর্ষণের ফলে সৃষ্ট পাহাড়ী ঢলে জাফলংয়ে ঘাটে বাঁধা ট্রলার ডুবির ঘটনায় শুক্রবার দিনব্যাপী গোয়াইনঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা থাকলেও বিকেল সাড়ে ৪টায় বন্যা পরিস্থিতি ব্যাপক বৃদ্ধি পাওয়ায় উদ্ধার তৎপরতা সাময়িক স্থগিত করা হয়েছে। বন্যা শুরুতেই পানির পরিমাণ ৮-১০ ফুট বৃদ্ধি পাওয়া এবং গভীর রাত হওয়ার কারণে ঘাটে বাধাঁ নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে পানির নিচে তলিয়ে যায়। এ ঘটনায় দুই যুবক নিখোঁজ রয়েছেন বলে জানান স্থানীয়রা। একদিকে কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব অন্যদিকে পরপর ৩ বারের সর্বনাশী বন্যার পানির ভয়াল থাবায় পানি বন্দী হয়ে পড়েছেন হাজার হাজার পরিবার।
বিকেল সাড়ে ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলার সর্বত্র বিপদ সীমার উপর দিয়ে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জরুরী ভিত্তিতে বানবাসী মানুষের পাশে সরকারী খাদ্য সামগ্রীসহ বেসরকারী সেচ্ছাসেবী সংগঠন গুলো এগিয়ে আসার আহবান করছেন সচেতন মহল।