সারাদেশ হোম

দিলদার হোসেন সেলিমের মৃত্যুতে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ’র শোক

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ।এক বিবৃতিতে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ প্রয়াত দিলদার হোসেন সেলিম’র আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।উল্লখ্য দিলদার হোসেন সেলিম দীর্ঘদিন ধরে প্যারালাইসিস-সহ নানা রোগে ভোগছিলেন। সম্প্রতি উন্নত চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন। মঙ্গলবার (৪ মে) রাতে শারীরিক অবস্থার অবনতি হলে এবং শ্বাসকষ্ট বেড়ে গেলে সিলেট সদরস্থ মাউন্ড এডোরা হসপিটালে ভর্তি করা হয়। সেখানেই তিনি বুধবার দিবাগতরাত পৌনে ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহি ওইন্না ইলাই হিরাজিউন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *