জীবনে যাহার আছে শুরু; তাহারও হয় শেষ, দুঃখ ভুলে হেসে দেখ;দেখতে লাগবে বেশ।
লেখার মধ্যে থাকে ফাঁকি,নজরে রয় ঘোলা,
সুশীল বুঝে বাক্য বাণ;বোকার নজরে মুলা।
ইশারা কথন বুঝে যারা;মুখে ফুঁটায় হাসি,
দুখী দুখী অন্তর বদনে;নেয় না তারা ফাঁসি।
ভদ্র ভাষার বুলি ফুঁটাবে;শুনবে বাহবা বেশ,
অন্তরে রাখিলে বিষ বহমান;ছোবলে হইবে শেষ।
রাত্রি শেষে আসবেই ভোর;ফুঁটবে তব হাসি,
কদমে তব লুটাবে সুখ;আনন্দ রাশি রাশি।
মনো-চক্ষু খুলে তাকাও;দেখবে অনেক কিছু,
নিঃশেষ হবে অত্যাচারী;যম ঘুরছে পিছু।
আশায় সদা থাক ভবে;নিরাশ নাহি কভু,
ফল বাহারি মিঠা সুখে;খুশি করবে প্রভু।
সম্মানিত বন্ধু,গুণী ব্যক্তিত্ব Alamgir Mia
এর নামে উৎস্বর্গকৃত…❤
#In_the_research_pen-
Kakoli Akther Mou?