ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এর সাথে তাঁর নিজ কার্যালয়ে সৌজন্যে সাক্ষাৎ করেছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ।
সোমবার বিকাল ৪টায় বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান সাথে সচিবালয়ে তাঁর নিজ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ কালে তিনি চলতি অর্থ বছরে অত্র মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নের জন্য গোয়াইনঘাটের জনগুরুত্বপূর্ণ কিছু ব্রীজ- কালভার্টের একটি তালিকা মন্ত্রী মহোদয়ের কাছে উপস্থাপন করেন। এসময় মন্ত্রী ডা. মো. এনামুর রহমান সংশ্লিষ্ট দপ্তরকে সকল প্রজেক্টে’র কাজ বাস্তবায়নের জন্য নির্দেশ দেন। অচিরেই গোয়াইনঘাটকে সারা দেশের সাথে উন্নয়নে সামিল রাখতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য টিআর, কাবিটা, কর্মসৃজন এর ব্যাপক উন্নয়নের বার্তা আসবে। এ নিয়ে মন্ত্রী ও চেয়ারম্যান ফারুক আহমদ’র মধ্যে ফলপ্রসু আলোচনা করা হয়েছে।
চেয়ারম্যান ফারুক আহমদ ডেইলি গোয়াইনঘাটকে জানান, সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং সিলেট-৪ আসনের সাংসদ সদস্য ইমরান আহমদ’র ঐকান্তিক প্রচেষ্টায় গোয়াইনঘাটকে উন্নয়নের রোল মডেলে সামিল করতে ইতিপূর্বেই ব্যাপক উন্নয়ন করেছেন। অপর দিকে উন্নয়নের সেই দ্বারা অব্যাহতও রয়েছে। সরকার প্রধান দেশ রত্ন শেখ হাসিনার হাতকে তরান্বিত করতে এবং উন্নয়নের অংশ হিসেবে গোয়াইনঘাট বাসীকে আওয়ামীলীগ সরকারের উপহার স্বরুপ সমৃদ্ধ গোয়াইনঘাট বিনির্মানে আমারও প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ লক্ষ্য সচিবালয়ে ডা. মো. এনামুর রহমান সাথে সৌজন্যে সাক্ষাতের সুযোগ হয়। এ উপলক্ষে গোয়াইনঘাট বাসীর জন্য আশার আলো রয়েছে। গোয়াইনঘাট বাসীর পক্ষ থেকে মাননীয় প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। সেই সাথে সীমন্ত জনপদ গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত জাফলং, বিছানাকান্দী, রাতারগুল সোয়াম ফরেস্ট ঘুরে দেখার আমন্ত্রণও জানিয়েছেন চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ।