গোয়াইনঘাট প্রচ্ছদ

দূর্গাপূজা উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিব এবং থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ’র শুভেচ্ছা

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: “দুটি কুড়িঁ একটি পাতা চুমুকেই আসে সতেজতা” চায়ের রানী উত্তর সিলেটের পর্যটন এলাকাখ্যাত গোয়াইনঘাট উপজেলার নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব এবং থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ সনাতন সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব স্বারদীয় দূর্গাপূজা উপলক্ষে গোয়াইনঘাট উপজেলাবাসীকে পৃথক পৃথক বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন।শুভেচ্ছা বার্তায় অফিসারগন ডেইলি গোয়াইনঘাটকে জানান, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। করোনা মহামারীর কারণে এবারের উৎসবের আনুষ্ঠানিকতা কমিয়ে আনা হয়েছে। মন্দিরে মন্দিরে তুলির শেষ মুহূর্তের আঁচড়ে দেবীর নিপুণ সাজসজ্জায় প্রতিটি পূজামণ্ডপ। অপর দিকে কাশবন ও আকাশের শুভ্র ছবি বলে দেয় অশুভ শক্তিকে দমন এবং দেশের শান্তি ও কল্যাণে দেবী দুর্গা মর্ত্যলোকে আসছেন। সনাতন ধর্মাবলম্বীদের বছরব্যাপী অপেক্ষার পালা শেষ। মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ থেকে শুরু হতে যাচ্ছে সার্বজনীন শারদীয় দুর্গোৎসব। ধূপ-ধুনুচি, পঞ্চপ্রদীপ, উলুধ্বনি আর ঢাকের তালে সায়ংকালে আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। মণ্ডপ আর মন্দিরগুলো মুখরিত হয়ে উঠবে ভক্তদের আরাধনায়। পঞ্জিকা অনুযায়ী আজ বৃহস্পতিবার দেবীর ষষ্ঠাদি কলারাম্ভ সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে। সকালে দুর্গাদেবীর ষষ্ঠীরঘট বসবে ও পূজা অনুষ্ঠিত হবে। সন্ধ্যাবেলায় দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস হবে।দূর্গাপূজা উপলক্ষে গোয়াইনঘাট উপজেলার সনাতন সম্প্রদায় বিশেষ করে বাণী অর্চনাসহ নানা ধরনের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে। অপর দিকে বিভিন্ন মন্দির ও গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও অন্য অনুষ্ঠানমালায় রয়েছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি ও আলোকসজ্জা প্রভৃতি রয়েছে।আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে ইউএনও নাজমুস সাকিব ও অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ বলেন, উপজেলার সর্বত্র পূজা অর্চনারত মান্ডপে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের পাশাপাশি সাদা পোশাকে নিরাপত্তা বাহিনী কাজ করছে। কোথাও কোন অপৃতিকর ঘটনা ঘটলে কাউকে ছাড় দেওয়া হবে না। অন্যতায় থানা পুলিশের ০১৩২০-১১৭৯৬৯ এই নাম্বারে অবহিত করতে অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *