গোয়াইনঘাট হোম

দেশের অর্থনৈতিক চাকা সচল করতে অলসতাকে জলাঞ্জলি দিয়ে নিজের গুনগত দক্ষতাকে কাজে লাগাতে হবে

গোয়াইনঘাট প্রতিনিধি:: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধার্ঘ্য স্বরূপ ‘জাতীয় যুবদিবস ২০২১’র প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- “দক্ষ যুব সমৃদ্ধ দেশ- বঙ্গবন্ধুর বাংলাদেশ’। জাতীয় যুব দিবস ২০২১ উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা, যুব ঋনের চেক বিতরন ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাহমিলুর রহমান’র সভাপতিত্বে ও সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মহসিনের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ।“দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রশিক্ষণের উদ্বোধন যুব ঋনের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে  গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেছেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে জনসম্পদে রুপান্তর করতে যুবসমাজের বিকল্প অনন্য। পাশাপাশি দেশের জাতীয় অর্থনীতিতে সমবায় কৃষি, মৎস্য, পশুপালন, পোশাক, দুগ্ধ উৎপাদন, আবাসন, ক্ষুদ্রঋণ ও সঞ্চয়, কুটির-চামড়াজাত-মৃৎশিল্প ইত্যাদি খাতের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়নের উন্নয়নসহ, ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে যুব উন্নয়ন অধিদপ্তর বিশাল অবদান রাখছে। যুব ঋনের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠানে এ-সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, উপজেলা সহকারী কমিশনার ভূমি আসমা জাহান সরকার, গোয়াইনঘাট গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম.এ.মতিন, প্রশিক্ষিত যুবক মোঃ শামিম আহমদ, আবুল খায়ের প্রমুখ। উল্লেখ্য অনুষ্ঠান শেষে সফল উদ্দ্যাক্তাদের মধ্যে নগদ চেক বিতরণ করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *