গোয়াইনঘাট

দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে নৌকার বিকল্প নেই : আশফাক আহমদ

স্টাফ রিপোর্টার:: সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক প্রধান ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে নৌকার বিকল্প নেই এজন্য সমস্ত অপশক্তি, অগণতান্ত্রিক চক্রান্ত ও সাম্প্রদায়িক শক্তির ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার দীপ্ত শপথে সকল পর্যায়ের নেতৃবৃন্দের ঐক্যমত্যের ভিত্তিতে আমাদের কাজ করতে হবে। আগামী দ্বাদশ নির্বাচনে যাতে কোন অপশক্তি মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে। সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে।আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় সকল ষড়যন্ত্র রুখে দিয়ে দেশের উন্নয়নে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের আরও অগ্রণী ভূমিকা রাখতে হবে। কিছু কুচক্রী মহল আওয়ামী লীগের সুনাম নষ্টের কাজ করছে। তাদেরকে প্রতিহত করতে হবে। নৌকা বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন ও সার্বভৌমত্বের প্রতীক। দেশের উন্নয়নের জন্য নৌকা। দেশের অর্থনীতির উন্নয়নে নৌকা। স্বাধীনতার মর্যাদাপূর্ণ প্রতীক নৌকা। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।শুক্রবার ৯ ডিসেম্বর বিকালে গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুস্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনের সঞ্চালনায় আশিকুর রহমানের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আয়োজিত বর্ধিত সভায় আগামী ২১ দিনের মধ্যে ইউনিয়নের ৯টি ওয়ার্ড কমিটি গঠন করার নির্দেশনা দেন তিনি । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের  সদস্য ফারুক আহমদ,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সসম্পাদক ইসমাইল আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন শামীম, এছাড়াও উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা  আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আহমেদ মুস্তাকিন, মারুফুল হাসান মারুফ, লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেলোয়ার হোসেন। ১নং রুস্তুমপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. কামাল হোসেন, যুগ্ন আহবায়ক ফয়সাল আহমদ, তাজুল ইসলাম,সদস্য আব্দুল হাকিম, জয়নাল আবেদিন, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের নেত্রীবৃন্দ। ইউনিয়ন ছাত্রলীগের ইসমাইল হোসেন শিমুল, ফাহাদ আহমদ, তোফায়েল আহমেদ, বদরুল ইসলাম বদর, সামসুউদ্দিন, তাজুল ইসলাম, আনোয়ার হোসেন মনজু, আমির উদ্দিন লিজন সহ অন্যান্যরা। পরিশেষে বিগত বছরগুলোতে যারা পরলোক গমন করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *