ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: সারীঘাট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে ৮ম বারের মত গোয়াইনঘাট উপজেলা সেচ্চাসেবকলীগ সভাপতি মোঃ নজরুল ইসলাম পূনরায় নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের নেতৃবৃন্দরা শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দরা জানান, শিক্ষার্থীদের মঝে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রীদের উপস্থিতি এবং সু-শিক্ষা প্রতিষ্টায় বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য পদ উল্লেখযোগ্য অবদান রাখে। আশা করি নতুন এ কমিটির মাধ্যেমে অত্র বিদ্যালয়ের যে কোন সমস্যা দূরিকরণসহ বিদ্যালয়ের উন্নয়ন বয়ে আনবে। পাশাপাশি স্কুল পড়–য়া শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধসহ ভালো ফলাফল অর্জনেও যুগান্তকারী ভূমিকা পালন করবে।
উল্লেখ্য মঙ্গলবার ৭জানুয়ারী জৈন্তাপুর উপজেলারস্থ সারীঘাট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়। সকাল ৮টা থেকে জাতীয় নির্বাচনের আদলে অনুষ্ঠিত এ নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দ্বায়িত্ব পালন করেন জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সোলায়মান, সহকারী প্রিজাইডিং অফিসার মোঃ আজিজুল হক খোকন। ৬৬২টি ভোট নিয়ে ৯জন প্রার্থীদের মধ্যে সকাল ৮টা থেকে হাড্ডা হাড্ডি লড়াইয়ের পরিসমাপ্তি হয় বিকেল ৪টায়।
বিদ্যালয় পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে অভিভাবক সদস্য পদ নিয়ে যে সকল প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন তারা হলেন মোঃ আব্দুল জব্বার (ছাতা) মার্কা, মোঃ নজরুল ইসলাম (দোয়াত কলম) মার্কা, হাজী ফয়জুল ইসলাম (টিউবওয়েল), মোঃ মাহমুদ আলী (তালা চাবি), মোঃ আব্দুল মান্নান (আনারস), হাজী লিয়াকত আলী (চেয়ার), মোঃ সামছুল ইসলাম( মই), মোঃ হেলাল উদ্দিন ( মাছ), সুষেন চন্দ্র দেব ( ফুটবল) প্রতিকে একে অপরের প্রতিদ্বন্দীতা করেন। বিকেল ৪টায় ভোট গ্রহন শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় কাঙ্খিত লাফল ঘোষণা করেন জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সোলায়মান।
সুষেন চন্দ্র দেব ( ফুটবল) প্রতিকে সর্বোচ্চ ৩২৩ ভোট পেয়ে প্রথম অভিবাক সদস্য প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এছাড়া মোঃ আব্দুল জব্বার ছাতা মার্কা নিয়ে ৩১৪ভোট পেয়ে দ্বিতীয়, মোঃ নজরুল ইসলাম দোয়াত কলম মার্কায় ২৫৩ ভোট এবং হাজী লিয়াকত আলী চেয়ার প্রতিকে ২১৩ ভোট পেয়ে ৪র্থ অভিবাক সদস্য নির্বাচিত হয়েছেন। ফলাফল ঘোষণাকালীন সময়ে উপস্থিত ছিলেন সারীঘাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ ফয়েজ আহমদ বাবর, জৈন্তাপুর ইমরান আহমদ মহিলা সরকারি কলেজের উপাধ্যক্ষ মোঃ সাহেদ আহমদ, সারীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদিউল আলম ভূইয়া, সহকারী প্রধান শিক্ষক ক্ষীতিশ চন্দ্র দাস, সিনিয়র শিক্ষক কাবুল চন্দ্র দাস, সহকারী শিক্ষক মোঃ দেলোওয়ার হোসেন, ১নং নিজপাঠ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইয়াহিয়া, রাংপানী ক্যাপটেন রশীদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজেন বিশ্বাস, সহকারী শিক্ষক মোঃ হাবিবুল্লাহ প্রমূখ।