গোয়াইনঘাট প্রচ্ছদ

ধর্ষণ, নির্যাতনসহ অন্যান্য অপরাধ নিরোধে সচেতনতার বিকল্প অনন্য..! অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আসলাম উদ্দিন

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: সিলেটের গোয়াইনঘাটে উপজেলা প্রশাসন’র উদ্যোগে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ধর্ষণ ও নারী নির্যাতন, সামাজিক অপরাধ প্রবনতা বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আসলাম উদ্দিন বলেন, ধর্ষণ, নির্যাতনসহ সকল অপরাধ নিরোধে সচেতনতার বিকল্প অনন্য। তাই দেশের সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশ দেশের সেবা ও জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা সর্বত্তভাবে জনগণের পাশে রয়েছে। এছাড়াও আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি সামাজিকভাবে গণজাগরণ সৃষ্টির মাধ্যমে নারীর প্রতি সকল বৈষম্য দূর করা সম্ভব। উপজেলার যে কোন জায়গায় নারীরা নির্যাতনের শিকার হলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট বিট অফিসার বা নিকটস্থ থানা ছাড়াও সরকারের জরুরী সেবা নম্বার ৯৯৯,৩৩৩ এ যোগাযোগ করার অনুরোধ করেন তিনি।উপজেলা সহকারী কমিশনার একেএম নূর হোসেন নির্ঝর’র সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প কর্মকর্তা সুশান্ত কুমার দাস’র পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে এসময় উপস্থিত থেকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাৎ আফিয়া বেগম, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডার মোঃ আব্দুল হক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাষ্ঠার ঈসমাইল আলী, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মোঃ মুজিবুর রহমান, সদস্য সুবাস দাস প্রমূখ।সমাবেশে অংশগ্রহণকারীগণ ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান। অপর দিকে ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতন তৈরি করতে উপজেলার প্র‌তি‌টি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অপরাধ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি  সমাবেশে এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *