কানাইঘাট প্রতিনিধি:: এডভোকেট নাসির উদ্দিন খান নবগঠিত সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় কানাইঘাট উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ তেলিহাওর বক্লের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ২টায় কানাইঘাট বাজারে নবগঠিত জেলা আওয়ামীলীগের কমিটিকে স্বাগত জানিয়ে নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন।
এসময় কানাইঘাট উপজেলা ছাত্রলীগ’র সাধারণ সম্পাদক মারুফ আহমদের নেতৃত্বে ছা্ত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মিছিল পরবর্তী বাজার ত্রিমোহনী পয়েন্টে আয়োজিত পথ সভায় উপজেলা যুবলীগ নেতা মাসুদ পারভেজ রুবেলের সভাপতিত্বে ছাত্রলীগ নেতা মারওয়ানুল করিমের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা তওহীদ আহমদ, শহীদ আহমদ, আব্দুল্লাহ, এনামুল হক, আব্দুস সাত্তার, মাসুক আহমদ, যুবলীগ নেতা খসরুজ্জামান, শাহার, সাদিক, আশরাফ, সুজন কুমার, আলম, সুমন, কাদির, নাজিম, মামুন, মালিক, আবুল কালাম, শামীম উপজেলা ছাত্রলীগের ছাত্রলীগের সহ-সভাপতি আশরাফুজ্জামান, মাহফুজ সিদ্দিকী।
উপস্থিত ছিলেন ছাত্রলীগের নেতৃবৃন্দের মধ্যে আকসর আহমদ, রুহুল আমিন, দেলোয়ার হোসেন, জুনেদ হাসান, মাসুদ রাজা, শাকিল, শিহাব, কামরুল, শাকিল, রায়হান, পৌর ছাত্রলীগ নেতা মাহবুব আলম, মখছুদ, আতিক, শাহিন, সাকিব, সায়েম, সুলেমান, জুবায়ের, কানাইঘাট সরকারি কলেজ শাখার ছাত্রলীগ নেতা তুহিন আহমদ, এম সুলতান, সালাহ উদ্দিন, আলিম উদ্দিন, গাছবাড়ি আইডিয়াল কলেজ ছাত্রলীগ নেতা তাওহিদুর আম্বিয়া, তওহিদুজ্জামান, নাদেল আহমদ, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের উপজেলা শাখার সভাপতি আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক জাবেদ হাশমী, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ডের সাধারণ সম্পাদক শাহীন আহমদ প্রমুখ।
পথ সভায় বক্তারা বলেন, নবগঠিত জেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা এডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক মুজিব আদর্শের লড়াকু সৈনিক দলের নেতাকর্মীদের প্রাণের স্পন্দন এডভোকেট নাসির উদ্দিন খানের সুযোগ্য নেতৃত্বে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক কার্যক্রম আরো শক্তিশালী হবে। সেই সাথে বক্তারা বলিষ্ট নেতৃত্বের হাতে জেলা আওয়ামীলীগের পতাকা তুলে দেওয়ায় দলের সভানেত্রী উন্নয়নের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।