ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: নবদূত ফাউন্ডেশন সিলেট এর পক্ষ থেকে গোয়াইনঘাট উপজেলার সালুটিকরে ১২৫ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। (কোভিট ১৯) করোনা ভাইরাস সংক্রমনকে কেন্দ্র করে দেশের এ দুর্যোগময় মূহুর্তে গৃহবন্দী কোটি কোটি মানুষের সময় কাটছে কর্মহীনভাবে। থেমে আছে জীবন জীবিকার তাগিদে ছুটে চলা ব্যস্ত মানুষগুলো। দেশের এমন দুঃসময়ে সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছেন সমাজের নিম্ন আয়ের দিনমজুর মানুষ গুলো। আর গৃহবন্দী মানুষ গুলোর পাশে দাড়িয়ে নবদূত ফাউন্ডেশন সিলেট এর পক্ষ থেকে সালুটিকরে ১২৫টি অসহায় পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেছে এ সংগঠনটি।
ত্রাণ সহায়তা বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন নবদূত ফাউন্ডেশন এর উপদেষ্টা গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ’র যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, সংগঠনের পক্ষে এস ডি সুুমেল, নবদূত ফাউন্ডেশন’র সভাপতি অদৈত্ব দাস,যুগ্ম সাধারন সম্পাদক ওয়াহিদুজ্জামান সানি, দপ্তর সম্পাদক দিপঙ্কর দাস, প্রচার সম্পাদক শান্ত দত্ত, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক টিটু দাস, শিক্ষা ও পাঠাগার সম্পাদক সৌরভ আহমদ আদিব, সদস্য ইমাম উদ্দিন সদস্য, অর্নব দাস নিলয়, সদস্য ও সুরঞ্জিত দাস প্রমুখ।
১৩এপ্রিল সোমবার গোয়াইনঘাট উপজেলা সালুটিকর এলাকায় ১২৫ টি অসহায় গরিব পরিবারের মাঝে চাল, ডাল, পেয়াজ, তৈল, আলু, সাবান বিতরণকালে নবদূত ফাউন্ডেশন এর উপদেষ্টা ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ’র যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান ডেইলি গোয়াইনঘাটকে বলেন, সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যাক্তি উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। এ ক্ষেত্রে ত্রান বিতরণকারী টিম ব্যাতিত সবাইকে যার যার ঘরে থাকার অনুরোধ করছি। তিনি আরোও বলেন, সরকারের নিকট যথেষ্ট ত্রাণ সামগ্রী রয়েছে। যারা এখনো ত্রান সামগ্রী পাননি তারা অপেক্ষা করুন ক্রমান্বয়ে আপনার/ আপনাদের দরজায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে।