ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: ইংরেজি নববর্ষ ২০২০ খ্রিস্টাব্দ উপলক্ষে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ ও ইন্সপেক্টর তদন্ত হিল্লোল রায় পৃথক পৃথক বার্তায় নতুন বছরকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাট উপজেলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় এক শুভেচ্ছা বার্তায় ডেইলি গোয়াইনঘাটকে জানান, বিগত বছর ২০১৯ খ্রিস্টাব্দে গোয়াইনঘাট উপজেলাবাসীর চলার পথে সূখ, দূংখ, পাওয়া না পাওয়ার ক্লান্তিকে ভুলে গিয়ে নতুনত্বের আহব্বানে সুখের স্মৃতি গুলোকে মনে আঁকড়ে ধরতে হবে। সকল শ্রেনী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে গোয়াইনঘাটের সমস্যা ও সম্ভাবনা গুলোকে খোঁজে বের করে সামাধান কল্পে কাজ করতে হবে। সেই সাথে মাদক, হেরোইন, গাজাঁ, ফেনসিডিল, ইয়াবাসহ সকল প্রকার অপরাধমুক্ত সমাজ বিনির্মানে জনপ্রতিনিধিদের পাশা পাশি সকল সামাজিক, রানৈতিক ব্যাক্তিবর্গকে নিরলসভাবে এগিয়ে আসতে হবে।
সকলের ঐকান্তিক প্রচেষ্টা আর সহযোগিতায় একটি আলোকিত গোয়াইনঘাট তথা উন্নয়নশীল দেশ গঠন করা সম্ভব। ২০২০ খ্রিস্টাব্দের শুভ সূচনা লগ্ন থেকে আগামী ৩১ডিসেম্বরের ভিতরে গোয়াইনঘাট বাসীর সম্মিলিত প্রচেষ্টায় অপরাধমুক্ত গোয়াইনঘাট বাস্থবায়ন হবে ইনশাআল্লাহ। ইংরেজি নববর্ষ ২০২০খ্রিস্টাব্দ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সূখ, শান্তি ও সমৃদ্ধি।