ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: পর্যটন এলাকাখ্যাত সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথে গোয়াইনঘাটের নবাগত ইউএনও মোঃ নাজমুস সাকিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় ইউএনও নাজমুস সাকিবের সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া হেলাল, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার মোঃ আব্দুল হক, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এমএ মতিন, সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মালিক, এশিয়ান টিভির গোয়াইনঘাট প্রতিনিধি সুবাস দাস, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার যিশু দত্ত, ১নং রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, ২নং পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, ৫নং আলাীরগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খায়ের, ৬নং ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশিদ চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য লুৎফুর রহমান,
গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ,উপজেলা যুবলীগের সদস্য নজরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের পশ্চিম উপকমিটির সভাপতি হাফিজুর রহমান,সাধারণ সম্পাদক মুজিবু ররহমান প্রমুখ।
আমি গোয়াইনঘাটে যোগদানে নিয়ন্রক নয়, সেবক হয়ে নিরলসভাবে কাজ করতে চাই উল্লেখ মতবিনিময় সভায় ইউএনও নাজমুস সাকিব বলেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টা আর সহযোগিতা থাকলে গোয়াইনঘাটকে উন্নয়নের আরেক ধাপ এগিয়ে নেওয়া সম্ভব। সেই সাথে উন্নয়নের রুল মডেলের অংশ হিসেবে সামাজিক, রাজনৈতিক এবং জন প্রতিনিধিদের পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও গোয়াইনঘাটের যোগাযোগ ব্যবস্তার উন্নয়ন, মানসম্মত শিক্ষা ব্যবস্তার বিকাশ এবং অপরাধমুক্ত গোয়াইনঘাট বিনির্মানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। পাশাপাশি পর্যটন এলাকা বিছানাকান্দী, জাফলং, পান্তুমাই এবং রাতারগুল সোয়াম ফরেস্টে পর্যটকদের আকৃষ্ট করতে আরোও উদ্দ্যেগ নেওয়া হবে।
উল্লেখ্য মত বিনিময় সভায় গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ এবং মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম বলেন, সনাতন পদ্ধদিতে জাফলং, বিছানাকান্দী পাথর কোয়ারী খুলে দিয়ে অসহায়, দারিদ্র্য মানুষকে কর্মসংস্থানের ব্যাবস্থা করে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোরালো দাবি করেন। সেই সাথে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করনের অনুরোধ ও জানান।