ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: করোনা ভাইরাস মোকাবেলায় প্রশাসনের নিয়ম ভেঙে জরিমানা গুনতে হলো ঢাকাই ছবির নায়িকা তমা মির্জাকে। নিয়ম না মেনে সন্ধ্যা ৬ টার পর বাইরে বের হওয়ায় ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০০ টাকা জরিমানা করেছেন। রাজধানীর মৌচাক মোড়ে ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহনাজ হোসেন ফারিবা এ জরিমানা করেন।
এ বিষয়ে তমা মির্জা বলেন, একটি টেলিভিশন অনুষ্ঠানের শুটিং ছিল। তবে শুটিং শেষ হতে সন্ধ্যা সাড়ে ৬টা পেরিয়ে যায়। ফেরার পথে মৌচাকে পুলিশ আমার গাড়ি থামায়। তখন আমার মুখে মাস্ক ছিল না। তাই ম্যাজিস্ট্রেট আমাকে জরিমানা করেন এবং একটি মাস্ক উপহার দেন।
জরিমানা গুনেও প্রশাসনের এমন দায়িত্বশীলতায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নায়িকা।