ডেইল গোয়াইনঘাট ডেস্ক:: ইউনিয়ন পরিষদ ৬ষ্ট ধাপে।নির্বাচনে প্রার্থী বাছাই উপলক্ষ্যে গোয়াইনঘাটে বিশেষ বর্ধিত সভা (২০ ডিসেম্বর) সোমবার গোয়াইনঘাট উপজেলা কমপ্লেক্স অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে ৭১’র স্বৈরাচার, রাজাকার, আলশামসদের বিচার করার সুযোগ হতোনা। পাশাপাশি বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে রুপান্তরিত সম্ভব ছিলোনা। দেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কেন্দ্র ঘোষিত চেয়ারম্যানদের পক্ষে নিরলসভাবে সবাইকে কাজ করতে হবে।গোয়াইনঘাট উপজেলার সেচ্চাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: সয়ফুল আলম আবুলের পরিচালনায় এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাই উপলক্ষে প্রধান বক্তা হিসেবে এসময় বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ মোঃ নাসির উদ্দীন খান, বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী সহ-সভাপতি এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশফাক আহমদ। এ-সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ’র সহ-সভাপতি মোঃ গোলাপ মিয়া, এছাড়াও উপজেলা যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগে’র সর্বস্থরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় পূর্ব আলীরগাঁও ইউনিয়ন থেকে মোঃ সোহেল আহমদ, মোঃ নজরুল ইসলাম, আবুল কাশেম মোঃ আনোয়ার শাহাদাৎ, পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন থেকে মোঃ গোলাম কিবরিয়া হেলাল, মধ্যে জাফলং ইউনিয়ন থেকে মোঃ ফারুক আহমদ, মোঃ আব্দুল মালিক, মোঃ বাবুল আহমদ নৌকার প্রার্থী হওয়ার আবেদন করেছেন সিলেট জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে। পরে পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কিবরিয়া হেলালকে নির্বাচিত করা হলেও পূর্ব আলীরগাঁও ইউনিয়ন এবং মধ্যে জাফলং ইউনিয়ন কোন প্রার্থী তৃনমুল থেকে বাছাই করা সম্ভব হয়নি।
উল্লেখ্য আগামী ৩১জানুয়ারী সোমবার গোয়াইনঘাট উপজেলার ৫নং আলীরগাঁও ইউনিয়ন, ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন ও ১১নং মধ্যে জাফলং ইউনিয়নের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।