গোয়াইনঘাট

নয়াখেলে আড়াই লক্ষ টাকা ব্যায়ে সিসি ঢালাইয়ের উদ্ভোধন

ডেইলি গোয়াইনঘাট ডেস্কঃ- এলজিএসপির-ত্রি’র ২০১৯/২০ অর্থ বছরের বরাদ্দকৃত আড়াই লক্ষ টাকা ব্যায়ে উপজেলার নবগঠিত পূর্ব আলীরগাঁও ইউনিয়নস্থ নয়াখেল গ্রামের ৩শত ফুট খাঁচা রাস্থার সিসি ঢালাইয়ের উদ্ভোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্বা সন্তান কমান্ডের সাংঘঠনিক সম্পাদক ও ইউনিয়ন যুবলীগের আহববায়ক কমিটির সিনিয়র সদস্য এবং অত্র ওয়ার্ডের সদস্য মোঃ শাহিম আহমদ শাহিন উক্ত রাস্থায় সিসি ঢালাইয়ের শুভ উদ্ভোধন করেন।
উদ্ভোধন কালে তিনি বলেন, বর্তমান সরকার গ্রাম উন্নয়নে নানামূখি পদক্ষেপ গ্রহন করেছে তার মধ্যে যোগাযোগ ব্যাবস্থা অন্যতম। গ্রামকে শহরে রুপান্তরিত করতে সরকার পর্যাপ্ত বরাদ্দ দিতে বদ্দ পরিকর থাকে। সেই সাথে প্রতিটি গ্রামের মানউন্নয়নের লক্ষ্যে নিয়ে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। এরই অংশ হিসেবে নয়াখেল গ্রামের ৩শত ফুট খাঁচা রাস্থার সিসি ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। ক্রমান্নয়ে এ ওয়ার্ডের প্রতিটি খাচাঁ রাস্থা পাকা কিংবা সিসি ঢালাইয়ের আওতায় আসবে।


এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন,গোয়াইনঘাট প্রেক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলী হোসেন,বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ মুহিবুর রহমান, মঈন উদ্দিন, আবুল হোসেন, গুলজার হোসেন, মোঃ শাহাব উদ্দিন, আনোয়ার হোসেন, আব্দুল খালেক, আলাউর রহমান আলাই, আব্দুল মালেক, ফয়েজ আহমদ, নিরব আহমদ, কামাল হোসেন, ফাহিম আহমদ, মোঃ জাকারিয়া,মাওলানা হুমাইয়ুন রশিদ ইকবাল প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *