গোয়াইনঘাট প্রচ্ছদ

নয়াখেলে একাধিক প্রকল্প পরিদর্শনে চেয়ারম্যান আবুল খায়ের !

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫নং আলীরগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবুল খায়ের বলেছেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রুপান্তরিত করতে টেকসই উন্নয়নে বিশ্বাসী। এরই আলোকে সরকার গ্রামকে শহরে রুপান্তরিত করতে ঐকান্তিকতার সহিত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের নিরলস প্রচেষ্টায় সিলেট-৪ আসনে নানামুখী উন্নয়ন অব্যাহত রয়েছে। আজ শনিবার সকাল ১১টায় নয়াখেল গ্রাম রাস্তার ইট সলিংয়ের কাজ, নয়াখেল আবাসন রাস্তার মাটি কাজ, নয়াখেল বামটি মন্দিরে বরাদ্দকৃত কাজের অগ্রগতি তদারকিকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শন কালে তিনি আরোও জানান, ইট সলিং, মাটি ভরাট, মন্দিরে কাজ শেষ হতে আরোও কয়েক দিন সময় লাগবে। ঐ সময় দ্রুত কাজ সম্পাদন করতে দায়িত্বরত প্রকৌশলী ও ঠিকাদারকে তাগিদ দেন।

পরিদর্শনকালে এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম, আলীরগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য মোঃ শাহিম আহমদ,সারীঘাট বাজার ব্যাবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোঃ আজিজুল হক জুবের, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম- সাধারণ সম্পাদক মো. আলী হোসেনসহ স্থানীয় এলাকাবাসী এবং বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *