ডেইলি গোয়াইনঘাট ডেস্ক::– সিলেটের গোয়াইনঘাটে তৃতীয় দফা বন্যায় ও কোভিট-১৯ এর কারনে সারা দেশের এ ক্লান্তি লগ্নে গোয়াইনঘাট উপজেলায় পানি বন্দী ও গরীব অসহায় ও দুস্থদের মধ্যে শুকনো খাদ্য ও শিশু খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ। বন্যা এবং করোনা ভাইরাসের কারণে যারা গৃহে অবস্থান করছেন বিশেষ করে কর্মহীন, খেটে খাওয়া, কর্মজীবী ও শ্রমজীবি গ্রামাঞ্চলের মানুষের কথা চিন্তা করে দিনব্যাপী নৌকা যোগে পানি বন্দী ঐসব মানুষের মাঝে শুকনো খাবার ও শিশু খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
বুধবার ১৫জুলাই সকাল ১১টা থেকে দিনব্যাপী উপজেলার পূর্ব জাফলং ও পশ্চিম জাফলং ইউনিয়নের শিমুলতলা, ফিরিজপুর, হুয়াউরা, ছোটখেল, কন্নীগ্রাম এলাকার কর্মহীন মানুষের জন্য মানবিক সহায়তা হিসেবে শুকনো খাদ্য সামগ্রী ও শিশু খাদ্য নিয়ে বানভাসি মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষন ও খাদ্য সহায়তা প্রদান করেছেন। এসময় তিনি বলেন গোয়াইনঘাট উপজেলার হাওরাঞ্চলে বসবাসরত নিম্নবিত্ত ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে ঝুঁকি পূর্ণ করোনা ভাইরাস পরিস্থিতির সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। বিশ্ব পরিস্থিতি ও বাংলাদেশের সাময়িক পরিস্থিতিতে করোনা ভাইরাস ঝুঁকি এড়াতে সচেতনতার কোন বিকল্প নেই।তিনি আরোও বলেন, চলমান বন্যা পরিস্থিতি গোয়াইনঘাট উপজেলার কৃষকের আউশ ধান, বোনা আমন, বীজতলা এবং সবজি ক্ষেতসহ প্রায় ১হাজার হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে গেছে। যদিও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী’র দাবি- তলিয়ে যাওয়া ফসলি জমির পরিমাণ প্রায় সাড়ে ৮০০হেক্টর। যার মধ্যে ৮০০হেক্টর আউশ ধান, ২০হেক্টর বোনা আমন ও ২০হেক্টর বীজতলা এবং ১০হেক্টরের মতো সবজি ক্ষেত রয়েছে। অপরদিকে বানভাসি মানুষের সহায়তায় সরকারের কাছে পর্যাপ্ত পরিমাণে খাদ্য সামগ্রী রয়েছে। খাদ্য সামগ্রী নিয়ে কেউ হতাশ হবেন না। পর্যায়ক্রমে সবার ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে। কিন্তু সরকার প্রদত্ত পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকলকে ধৈর্য সহকারে সরকারের দেয়া সিদ্ধান্ত অনুযায়ী নিজ নিজ বাড়িতে অবস্থান করার অনুরোধ জানান চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ।
খাদ্য সামগ্রী বিতরণ কালে এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের তৃনমুল নেতৃবৃন্দরা। উল্লেখ্য গত ৯জুলাই বৃহস্পতিবার থেকে ভারী বর্ষণে সারী, গোয়াইন, ডাউকি ও পিয়াইন নদীর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে গোয়াইনঘাটের নিম্নাঞ্চল তলিয়ে যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত চেয়ারম্যান ফারুক আহমদ ত্রাণ সামগ্রী বিতরণে তৎপর রয়েছেন।।