গোয়াইনঘাট প্রতিনিধি:: সিলেটের গোয়াইনঘাট উপজেলাস্থ ১নং রুস্তমপুর ইউনিয়ন এবং নবগঠিত ১৩নং বিছানাকান্দি ইউনিয়নের সীমানা এলাকার হাদারপার পাড় গ্রামের পিয়াইন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন’র দ্বায়ে ৫০হাজার টাকা জরিমানা এবং ৪টি বালু বুজাই ট্রলার জব্দ করেছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকাল ৫টায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তৌহিদুল ইসলাম’র নেতৃত্বে গোয়াইনঘাট থানা পুলিশ, তহশিলদার ও স্থানীয় ইউপি সদস্য এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ঘটনাস্থল থেকে ৪টি বালু বুঝাই ট্রলার জব্দ করা হয় এবং বালু উত্তোলনের সাথে জড়িত ২৬ (ছাব্বিশ) জন শ্রমিককে ট্রলারসহ আটক করা হয়৷ আটককৃত শ্রমিকরা জানান, চারটি ট্রলারে ম্যানুয়াল পদ্ধতিতে বালতি দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিলো। এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম বলেন, পিয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে থানা পুলিশ ও তহশিলদারদের নিয়ে পিয়াইন নদীতে অভিযান পরিচালনা করি। এসময় ৪টি বালু বুঝাই ট্রলার ও ট্রলারে থাকা ২৬জন বালু শ্রমিককে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ৫০হাজার টাকা অর্থদন্ড শান্তি প্রদান করা হয়েছে। সেই ২২শত ঘন ফুট বালু জব্দ করা হয়েছে।