নিজস্ব প্রতিবেদক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান প্রত্যাশা কিন্ডার গার্টেনের বার্ষিক পরিক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে।
আজ রবিবার সকাল ১১টায় প্রত্যাশা কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান প্রতিটি শ্রেনীর ফলাফল ঘোষণা করেন। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, প্রত্যাশা কিন্ডারগার্টেন পরিচালনা কমিটির সহসভাপতি ও ইউপি সদস্য আপ্তাব আলী, সহসভাপতি ডাক্তার হেলাল আহমদ, অভিভাবক সদস্য মো লিয়াকত আলী, গোয়াইনঘাট উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আশরাফ জামিল লায়েক,প্রত্যাশা কিন্ডারগার্টেনের হাফিজ গুলজার আহমদ, আহসানুল হক,জামলা আক্তার রনি,মুনতাহানা বেগম,অভিভাবক চন্দন মোহন চন্দ প্রমূখ।