জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ- শাহরিয়ার রহমান রাজু বাড়ি সিলেট’র জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন’র লালাখাল গ্রামে লুৎফুর রহমান’র ছেলে। সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র সুযোগ উত্তরসূরী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সাথে সাক্ষাৎ করতে চায় রাজু।
জানা যায়, বাংলাদেশে ২০১০ সালে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আর শুরুতেই অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় পর্যাায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট প্রথম জয়ী হয় নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর এ দলের অধিনায়ক ছিল রাজু, তখন তাকে বাংলাদেশ ক্রীড়া প্রতিষ্ঠান গুলো নিতে চেয়ে ছিল কিন্তু বয়স কম থাকায় পরিবার যেতে দেয়নি বিধায় যেতে পারেনি।
তার পরিবারের সদস্য সংখ্যা ৫ জন, আগে তার বাবা লুৎফর রহমান সিকিউরিটি গার্ড পদে চাকরি করতেন। সামান্য আয় দিয়ে কোনমতে পরিবার চলতো। বর্তমানে রাজুর বাবা লুৎফর রহমান অসুস্থ হওয়ায় পুরো পরিবার ২০ বছর বয়সী রাজু’র উপর নির্ভরশীল হয়ে পড়ে। রাজু জৈন্তাপুর উপজেলার জৈন্তিয়া কলেজে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়াশোনার পাশাপাশি উপজেলা পর্যায়ে বিভিন্ন যায়গায় ফুটবল খেলে থাকে, ফুটবল খেলে যা পায় তার আয় দিয়ে খুব কষ্টে পরিবার চালাচ্ছে। রাজু’র অদম্য আগ্রহ তার প্রিয় ফুটবল খেলা, সে চালিয়ে যেতে চায়, যার জন্য সে মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করতে চায়।
এ ব্যাপারে শাহরিয়ার রহমান রাজুর কাছে জানতে চাইলে রাজু বলে আমার বাবা অসুস্থ হওয়ায়, আমি পরিবারের বড় ছেলে, তাই বড় ছেলে হিসেবে দায়ীত্বটা আমার। আমি কিছুটা নিরুপায়, এ বয়সে ভাল চাকুরিও পাওয়া যাবে না, তাই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে কিছু করা যায় কি না, আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী খুব উদার মনের মানুষ। তাহার সহযোগিতা পেলে কিছু একটা করতে পারব আমার বিশ্বাস।