গোয়াইনঘাট সিলেট হোম

প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে ঘর উপহার দিলেন উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: দেশের আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি অসহায়, ভূমিহীন, গৃহহীনদের জীবন মানউন্নয়নের লক্ষ্য সরকার প্রধান দেশনেত্রী গনতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনার অগ্রাধিকার “জমি নেই, ঘর নেই” প্রকল্পের আওতায়। প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে সিলেট জেলার মধ্যে এই প্রথম ব্যাক্তিগত তহবিল থেকে। মাননীয় প্রধানমন্ত্রীকে একটি ঘর উপহার দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ। বুধবার ৩০জুন বেলা ২টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ কার্যালয়ে উক্ত ঘরের নির্মাণ ব্যয় একলক্ষ পচাত্তর হাজার (১,৭৫,০০০/-) টাকার চেক উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ’র কাছে হস্তান্তর করেন।এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ বলেন, মুজিববর্ষে বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে সিলেটে দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর পাচ্ছে। এসবের প্রতিটি ঘরে দুটি কক্ষ, একটি টয়লেট, একটি রান্নাঘর রয়েছে এছাড়াও ৩৯৯ বর্গফুট স্পেসের এসব ঘরে থাকছে বিদ্যুৎ ব্যবস্থা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে আমার ব্যাক্তিগত তহবিল থেকে নুন্যতম সহযোগিতা করতে পারায় নিজেকে সু-ভাগ্যাবান মনে করছি। পাশাপাশি দেশের আনাচে-কানাচেতে ছড়িয়ে থাকা বিত্তবানরা আমার মতো সহযোগিতার হাতকে প্রসারিত করলে অচিরেই সোনার বাংলার কোথাও ভূমিহীন,গৃহহীন কোন পরিবার থাকবেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *