জৈন্তাপুর প্রতিনিধি :-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, বর্তমান সরকারদেশের মানুষের কল্যাণে নিরলস ভাবে কাজ করেছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্লান্তিকালঅতিক্রম করছে। করোনা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আপনি যদি মাস্ক ছাড়া চলাফেরা করেনতবে মনে রাখবেন আপনি কাউকে মারতে যাচ্ছেন অথবা নিজে আত্মহত্যা করছেন। তাই নিজেবাঁচুন এবং অন্যকে বাঁচান। আমি প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েই এলাকায় এসেছি শুধুআপনাদের অবস্থা জানার জন্য। আমি জনগনের কল্যাণে যে সকল কাজ করি তা আপনারা হয়তখালি চোঁখে নাও দেখতে পারেন। আমাকে এলাকার সমস্যা গুলো বুঝিয়ে দিতে হবে। কারনআমি কথায় নয় কাজে বিশ্বাসী, আর আমাদের প্রধানমন্ত্রী যা বলেন আমরা তা যথাযত ভাবেপালন করি। অপরদিকে জৈন্তাপুর সীমান্ত জুড়ে চোরাচালান ব্যবসা নিয়ে মন্ত্রী কঠোর সমালোচনা করেন।
তিনি আরো বলেন আমার দেশের পণ্য কেন ভারতে পাচার হবে। আমরা আমাদের দেশের চাহিদা অনুযায়ী মটরশুটি সহ বিভিন্ন খাদ্য দ্রব্য বিদেশ থেকে আমদানী করে ভূর্তকি দিয়ে বাজারজাত করি শুধু দেশের মানুষের জন্য। মটরশুটি সহ বাংলাদেশী পণ্য পাচাররোধে প্রশাসন’র পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হতে হবে। চোরাচালান রোধে পুলিশ সহ সীমান্তে নিয়োজিত বিজিবিকে আরো কঠোর হওয়ার নির্দেশদেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকিছু কিছু কর্মকর্তা চোরাকারবারীদের সাথে জড়িত রয়েছেন, প্রকৃত চোরাকারবারীদেরআড়াল করে সাধারণ মানুষকে হয়রানী করা হচ্ছে এছাড়া চোরাকারবারের যাবতীয় কর্মকান্ডের চিত্র আমার কাছে রয়েছে।
আমি আশারাখি পরবর্তী সফরের আগে চোরাকারবারীদের তালিকাপ্রস্তুত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের পদক্ষেপ নেবে। আমার নাম জড়িয়ে কেউ কেউ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বাঁধা সৃষ্টি করলে তাকে সবার আগে ব্যবস্থা নিবেন।২৮ অক্টোবর জৈন্তাপুর উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প’র উদ্ভোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপনশেষে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাবলেন। উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ফারুক আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম. লিয়াকত আলী, কানাইঘাট সার্কেলে সিনিয়র এ.এসপি আব্দুল করিম, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মহসীন আলী, উপজেলা আওয়মীলীগের সহ-সভাপতি নিপেন্দ্র কুমার দে, জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান এখলাছুররহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ। উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ন-আহবায়ক কুতুব উদ্দিন ও আওয়মীলীগের উপ-দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদ। আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, দপ্তরসম্পাদক হাসিনুল হক হুসনু, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক শওকত আলী, নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান বাবুল, চিকনাগুল ইউনিয়ন আওয়ামলীগের সভাপতি আবুল হাসনাত চৌধুরী, যুবলীগ নেতা মাসুদ আহমদ প্রমুখ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রফিকুল ইসলাম রায়হান।পরে প্রধান অতিথি এলজিইডি ও ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আওতায় বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্ভোধন ও ভিত্তি প্রস্থর স্থাপন করেন।