গোয়াইনঘাট প্রচ্ছদ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ’র সাথে সিলেটের চার উপজেলা পরিষদের চেয়ারম্যান’র সাক্ষাৎ

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইমরান আহমদ এমপি মহোদয়ের সাথে সিলেটের ৪চার উপজেলা পরিষদ তথা গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ ও কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান বৃন্দ’র সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতকালে এসময় অত্রা উপজেলা সমুহের মধ্যে অবস্থিত জাফলং (ইসিএ আওতাভূক্ত এলাকা ব্যতিত) বিছনাকান্দি, শ্রীপুর, ভোলাগঞ্জ ও লোভা ছড়া পাথর কোয়ারী সমুহ সনাতন পদ্ধতিতে সচল করার জন্য সার্বিক সহযোগীতার অনুরোধ জানান চার উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ।এছাড়াও উপর্যুপরি বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তাঘাট ও ব্রীজ কালভার্ট নিয়ে মন্ত্রী ইমরান আহমদ’র সাথে বিস্তর আলোচনা করা হয়। উল্লেখ্য যে, বিশেষ করে গোয়াইনঘাট উপজেলাস্থ রুস্তমপুর ইউনিয়নের আনফরের ভাঙ্গা ও পলাশের ঘাটের ব্রীজ এবং বন্যায় ক্ষতি গ্রস্থ গোয়াইনঘাট -রাধানগর, গোয়াইনঘাট-সালুটিকর, পিরিজপুর – সোনারহাট রাস্তাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তার বিষয়ে মাননীয় মন্ত্রী মহোদয়কে অবহিত করি এবং আনফরের ভাঙ্গার ব্রীজের বিষয়ে তাৎক্ষনিক পিডিকে ফোন করে দ্রুত ব্রীজের কার্যক্রম শুরু করার নির্দেশ দেন। এছাড়াও রাধানগর-হাদারপার রাস্তায় সাতবাক নদীর উপর ব্রীজ নির্মাণের বিষয়ে মাননীয় মন্ত্রী কাজ করছেন বলে আমাকে অবহিত করেন।এ সময় অন্যান্যর চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব কামাল আহমদ, কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ও কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী। দীর্ঘ সময় আমাদের দেয়ার জন্য এবং মধ্যান্য ভোজের আয়োজন করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *