ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:- সিলেটের ফেঞ্চুগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের ঘটনায় মামলার এজহারভুক্ত ৩আসামিকে নাটকীয় পন্থা অবলম্বন করে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ। নারী ও শিশু নির্যাতন আইনে ফেঞ্চুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হলে। সিলেটের সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম উক্ত ধর্ষণ মামলার আসামিদের গ্রেফতারের জন্য তিনটি টিম গঠন করে দেন। পরে ফেঞ্চুগঞ্জ থানার তিনটি টিমের সদস্যর দ্বারা আলোচিত ধর্ষণ মামলার আসামিদের গ্রেফতারের লক্ষ্য দিনভর বিরতিহীন অভিযান পরিচালনা শেষে সোমবার (৩১মে) বিকেল সাড়ে ৪টায় গঠিত টিমের তদন্তকারী কর্মকর্তা আতিকুজ্জামান জুুুনেল এবং এসআই মোঃ আব্দুল মান্নান’র টিম সফলতার সহিত সিলেটের মৌলভীবাজারের বড়লেখা থেকে ১জন এবং সিলেট শহরস্থ থেকে ২জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। অভিযানকালে এসময় অনন্য ভুমিকায় ফেঞ্চুগঞ্জ থানার এসআই আশরাফুল আলম, এসআই অংকন সরকার, এএসআই বেলাল হোসেন নেতৃত্ব দেন। আসামিদের গ্রেফতারের পর এসআই আব্দুল মান্নান তার নিজের ফেইসবুক আইডিতে ফেঞ্চুগঞ্জের কুখ্যাত এবং আলোচিত ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করে পুলিশি নাটকের মোড়ক উন্মোচন করেন।
পুলিশ সুত্র জানায়, ফেঞ্চুগঞ্জ থানার সদ্য যোগদানকৃত চৌকস অফিসার মোঃ আব্দুল মান্নান’র বিচক্ষণতায় ফেঞ্চুগঞ্জ থানার মামলা নং ৯(৫)২০২১ ধারা, নারী ও শিশু নির্যাতন আইনের ৯(১)/৩০ আসামি ঘিলাছড়া পূর্ব যুধিষ্ঠিপুর গ্রামের পিতা আতিকুর রহমান এর ছেলে ঝুমন আহমেদ (২০) এবং একই গ্রামের রনজিত মিয়ার ছেলে ওসামা আহমদ (২০), আক্তর আলীর ছেলে সাজু মিয়া (২১)কে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাফায়েত হোসেন বলেন, নারী ও শিশু নির্যাতন আইনে বাদীর দায়ের করা মামলার ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা এসআই আতিকুজ্জামান জুনেলসহ গঠিত টিমের সদস্যরা ঠানা ৫দিনের অভিযানে এজাহার ভুক্ত ৩জনকেই গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিঞ্জাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে। আগামীকাল (মঙ্গলবার) জেল হাজতে হবে। এ রির্পোট লেখা পর্যন্ত গ্রেফতাকৃতরা থানা হাজতে রয়েছে।