আন্তর্জাতিক প্রচ্ছদ

ফ্রান্সে মহানবী সা.কে অবমাননার প্রতিবাদে গোয়াইনঘাটে ইমাম সমিতির বিক্ষোভ মিছিল

আবু তালহা তোফায়েল:: আজ ১৩ নভেম্বর (শুক্রবার) বাদ জুমআ গোয়াইনঘাট প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে, ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী সা. এর ব্যাঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছের সভাপতিত্বে এবং গোয়াইনঘাট উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক ছালেহ আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আমিনুর রশিদ গোয়াইনঘাটী বলেন, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের হৃদয় রাজ্যের বাদশাহ। প্রিয় নবীর (সা.) জন্য নিজের জীবন বিলিয়ে দিতেও কুণ্ঠাবোধ করেন না মুসলিম জাতি। কুরবান করে দিতে পারেন নিজের বাবা-মায়ের জীবন। সব কিছুর বিনিময়ে হলেও বিশ্বনবীর (সা.) সম্মান রক্ষায় প্রস্তুত বিশ্ব মুসলিম। আমরাও আমাদের স্থান থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি। বাক স্বাধীনতার নামে আমাদের নবী বিশ্ব শান্তির অগ্রদূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ (সা.)কে ব্যঙ্গচিত্র করে ফ্রান্স সরকার পৃথিবীর ২’শ কোটি মুসলমানের হৃদয়ে আঘাত দিয়েছে। এই আঘাতের শাস্তি তাকে দিতেই হবে।

এসময় আরও বক্তব্য রাখেন গোয়াইনঘাট কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী জিল্লুর রহমান, কামাল মেম্বার, আবু তাহের, হাফিজ জাকির হুসাইন, সীমান্তের আহ্বানের সম্পাদক মণ্ডলীর সভাপতি আবুল হাসানাত, জিয়াউর রহমান কাওসার, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *